অল্প বয়সে চুল পাকার কারণ: মানুষের বয়স বাড়ার সাথে সাথে শারেরিক গঠন গত বিভিন্ন পরিবর্তন হয়। শারেরিক পরিবর্তনের মধ্যে বেশি চোখে পরে চুল পাকা। আর চুল পাকার একটা বয়সীমা আছে। যেইটা ৩০ থেকে ৫০ এর মধ্যে। কিন্তু অনেকেরেই দেখা তার আগেই বা খুব কম বয়েসেই চুল পাকা শুরু হয়।
বিষয়: অল্প বয়সে চুল পাকার কারণ
প্রাকৃতিক ভাবে সঠিক বয়সে চুল পাকলে বা ফ্যাশন এর জন্য চুল সাদা কালার করলে তেমন বেশি চিন্তা হয় না। যদি কারো অল্প বয়সে চুল পাকা শুরু হয়। তবে তার চিন্তার অন্ত থাকে না। অল্প বয়সে চুল পাকা চিন্তা কারন না হওয়ারিইবা কি আছে। অল্প বয়সে চুল পাকলে পড়তে হয় বিভিন্ন অপ্রতিকর অবস্থায়। অনেকেই আবার মনে করে কোন বড় ধরেন রোগ এর জন্য চুল পাকা শুরু করেছে। কি কি কারনে অল্প বয়সে চুল পাকে তা অনেকের জানা নেই। আসুন তাহলে জানা যাক কি জন্য অল্প বয়সে চুল পাকে বা চুল সাদা হয়ে যায়:
মেলানিন এর প্রভাব:
মানুষের শরিরে মেলানোসাইট নামক এক ধরনে কোষ থাকে। যা হতে মেলানিন নামক এক ধরনে কালো রঞ্জক পদার্থ উৎপন্ন হয়।
মানুষের শরের মেলানোসাইট এর পরিমান কমে গেলে ত্বক পেকাশে হয়ে হয়। চুল ধুসর সাদা হয়ে যায়। অল্প বয়সে চুল পাকা শুরু হয়। পরিবেশ হতে দূষিত প্রদার্থ আমাদের চুলে মিশে কঠিন যৌগ তৈরী করে। যা মেলানোসাইট এর উপর প্রভাব পেলে এবং মেলানিন এর উৎপাদন কমিয়ে দেয়। যার ফলে চুল সাদা হয়ে যায়।
হরমোন এর প্রভাব:
থাইরয়েড গ্রন্থি রয়েছে যা হতে টাইরোসিন হরমোন নিসৃত হয়। রক্তে টাইরোসিন হরমোন এর পরিমান বেড়ে গেলে। অতিরিক্ত কমে গেলে চুল সাদা হয়ে যায়। টাইরোসিন হরমোন এর পরিমান বেড়ে গেলে হাইপারথাইরয়েডিজম হয় এবং পরিমান অতিরিক্ত কমে গেলে হাইপারথাইরযেডিজম বলে।
টপিক: অল্প বয়সে চুল পাকার কারণ
মানসিক চাপ:
মানুষের শরিরের ক্রোমোজোম নামক এক ধরনে ডিএনএ অণু রয়েছে। অতিরিক্ত মানসিক চাপের পলে ক্রোমোজোম এ জীনের ঘনত্ব বেড়ে যার। যার ফলে চুলে কালো রং এর পরিবর্তন হয়ে সাদা হয়ে যায়।
ধুমপান:
ধুমপানের কারণে চুল পাকা শুরু হতে পারে। একজন ধুমপানকারী ব্যাক্তির চুল অধুমপায়ীর তোলনায় আগে পাকে।
রাসায়নিক ব্যববহার:
চুল কালার করার জন্য অতিরিক্ত রাসায়িক ব্যবহার করলে মেলানিন এর পরিমান কয়ে যায়। যার ফলশ্রুতিতে চুল পাকতে শুরু করে।
খাদ্যাভাস:
অসাস্থ্যকর খাদ্যাভাসের কারনে অনেকের চুল পাকে। অ্যান্টি-অক্সিডেন্টযুক্ত খাবার চুলের পুষ্টি যোগায়। এ ধরনে খাবার না খাওয়ার ফলে চুলের পুষ্টি সরবরাহ কমে যায়। যার ফলশ্রুতিতে চুল পাকতে শুরু করে।
এছাড়াও ভিটামিন বি টুয়েল্ভ, ফোলেট, ভিটামিন ডি ও ক্যালসিয়াম যুক্ত খাবার না খেলেও চুল পাকা শুরু হতে পারে।
অল্প বয়সে চুল পাকার কারণ
জ্বীনগত কারণ:
জ্বীনগত করণেও অনেকের চুল পাকে। কারোও বংশের পূর্ব পুরুষের কম বয়সে চুল পাকলে তাদের চুল পাকতে পারে।
রোগ প্রতিরোধ ক্ষমতা:
যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের অল্প বয়সেই চুল পাকতে পারে।
ঔষুধের পার্শ্বপ্রতিক্রিয়া:
ক্যান্সারের জন্য কেমোথেরাপি ও রেডিওথেরাপিতে ব্যবহৃত ঔষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও চুল পেকে যেতে পারে।
চুল পাকার নির্দিষ্ট কোন কারণ নেই। বয়স হওয়ার সাথে সাথে চুল পাকবে এটাই স্বাভাবিক। যদি কারও অল্প বয়সে চুল পাকা শুরু হয় তবে থাকে ডাক্তার এর পরামর্শ নেওয়া উচিত। ডাক্তার পরামর্শ সহ সঠিক নিয়মে জীবন যাবন করতে হবে। অল্প বয়সে চুল পাকা প্রতিরোধ করতে যা যা করনীয় তা তা করতে হবে।