ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি নিয়োগ বিজ্ঞপ্তি- অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-র একটি সহযোগী প্রতিষ্ঠান গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) তাদের নিজস্ব ওয়েবসাইটে আকর্ষণীয় বেতন ও বিভিন্ন সুযোগ সুবিধা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রদানের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রর্হী প্রার্থীগণ বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন।
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২
https://alorkuthir.com/ আলোর কুঠির ডট কম মানুষের দৈনন্দিন প্রয়োজনীয়তার কথা বলে। যেমন- চাকরি, কম্পিউটার শিক্ষা, স্বাস্থ্য টিপস, সৌন্দর্য্য ও ফিটনেস, বাংলাদেশের দর্শনীয় স্থান ইত্যাদি বিষয় সম্পর্কে তথ্য দিয়ে মানুষের সেবা করার প্রচেষ্টা করে যাচ্ছে। তাই আলোর কুঠিরের সঙ্গে থাকুন এবং অন্যদের নিকট আমাদের সেবা পৌঁছাতে আমাদের সাইটটিকে সকলের সাথে শেয়ার করুন।
০১. পদের নাম- এ্যাসিস্ট্যান্ট ইমাম
বেতন স্কেল- ৪০০ – ৯১২ ডলার (আনুমানিক ৪০০০০ – ৯১২০০/- টাকা)
অন্যান্য সুবিধা ও ভাতা-
ক) যদি কেউ ক্যাম্পাসে বাড়ি সুবিধা না পান, তবে তিনি বাড়ি ভাড়া বাবদ ৪০ শতাংশ টাকা পাবেন।
খ) এছাড়াও পরিবহন খরচ, স্বামী/স্ত্রী ভাতা, সন্তান ভাতা, অন্তর্বর্তীকালীন ভাতা, শিক্ষা ভাতা, চিকিৎসা সুবিধা সহ কোম্পানীর নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা-
ক) যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আরবি বা ইসলামিক স্টাডিজে এমএ অথবা কামিল বা সমমানের ডিগ্রী।
খ) ইংরেজি ও আরবি ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে।
গ) ভাল মানের ক্বারী হতে হবে।
ঘ) বিশেষভাবে হাফেজ-ই-কুরআন এবং ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ঙ) বিভিন্ন সাংস্কৃতিক এবং বহুভাষিক পরিবেশে কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের একটি অতিরিক্ত সুবিধা হিসাবে গণ্য হবে।
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২
অন্যান্য যোগ্যতা ও দক্ষতা-
ক) ইমামতি করার অভিজ্ঞতা থাকতে হবে।
খ) তাকে অবশ্যই বাংলা ছাড়াও ইংরেজি ও আরবি ভাষায় খুতবা দিতে সক্ষম হতে হবে।
গ) আরবি ভাষায় দক্ষ এবং ইসলামের ইতিহাস, সংস্কৃতি, সুন্নাহর সাথে পরিচিত এবং পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে উত্থাপিত বিষয়গুলি ব্যাখ্যা করতে সক্ষম হতে হবে।
ঘ) প্রার্থীকে সুরেলা কণ্ঠের অধিকারী হতে হবে এবং সঠিক উচ্চারণ সহ পবিত্র কুরআনের আয়াত তিলাওয়াত করতে সক্ষম হতে হবে।
ঙ) ভালো নৈতিকতা সম্পন্ন হতে হবে।
০২. পদের নাম- চিফ অব এস্টাব্লিশমেন্ট
বেতন স্কেল- ৯৬০ – ১৭২৮ ডলার (আনুমানিক ৯৬০০০ – ১৭২৮০০/- টাকা)
অন্যান্য সুবিধা ও ভাতা-
ক) যদি কেউ ক্যাম্পাসে বাড়ি সুবিধা না পান, তবে তিনি বাড়ি ভাড়া বাবদ ৪০ শতাংশ টাকা পাবেন।
খ) পরিবহন খরচ, স্বামী/স্ত্রী ভাতা, সন্তান ভাতা, অন্তর্বর্তীকালীন ভাতা, শিক্ষা ভাতা, চিকিৎসা সুবিধা সহ কোম্পানীর নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
গ) সফল প্রার্থীদের মধ্যে যদি বাংলাদেশ ব্যতীত OIC-এর সদস্য রাষ্ট্র থেকে আসেন, তবে নিয়ম অনুযায়ী ৪০ শতাংশ আন্তর্জাতিক ভাতা প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা-
ক) যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
খ) সংস্থাপন, ব্যবস্থাপনা, পার্সোনেল প্রশাসনের সাথে একাডেমিক অ্যাফেয়ার্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং পিএইচডি ডিগ্রি/এমবিএ থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পিএইচডি ডিগ্রিধারীদের প্রাসঙ্গিক ক্ষেত্রে ১২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
গ) সিনিয়র প্রশাসনিক/একাডেমিক পদে কমপক্ষে ১৫ (পনের) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যার মধ্যে কমপক্ষে ৫ বছর ডেপুটি রেজিস্ট্রার বা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের সমতুল্য পদে থাকতে হবে।
ঘ) বহুসংস্কৃতি এবং বহুভাষিক পরিবেশে কাজ করার অভিজ্ঞতা থাকা প্রার্থীদের একটি অতিরিক্ত সুবিধা থাকবে।
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২
অন্যান্য যোগ্যতা ও দক্ষতা-
ক) শুনা, পরামর্শ ও তথ্য এবং ধারণা শেয়ার করার ধৈর্য থাকতে হবে; এবং কথা বলা এবং লেখার পাশাপাশি আলোচনার দক্ষতা থাকতে হবে।
খ) MS Office ব্যবহারে পারদর্শিতা থাকতে হবে।
গ) যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের আইনি ও সামাজিক প্রভাব বোঝার ক্ষমতা এবং আইন ও প্রবিধান যেমন ইউএনও, আইএলও এবং হোস্ট কান্ট্রি ইত্যাদি বিষয়ে জ্ঞান থাকা।
ঘ) চাপের মধ্যে এবং প্রতিদিনের নির্ধারিত সময়ের বাইরে কাজ করার ক্ষমতা থাকতে হবে।
ঙ) কূটনৈতিক যোগাযোগে পর্যাপ্ত জ্ঞান সম্পন্ন হতে হবে।
চ) ইংরেজি ভাষায় কথা বলা এবং লিখার ক্ষেত্রে পারদর্শী হতে হবে। এছাড়া ওআইসি অফিসিয়াল ভাষা যেমন- ফরাসি এবং আরবী ভাষায় জ্ঞান থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
কাজের বিবরণী
ক) নিয়োগ, পদোন্নতি, ছুটি, অবসর সুবিধা ইত্যাদি সহ মানবসম্পদ সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করা।
খ) সুদূরপ্রসারী প্রভাব রয়েছে এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য এবং পরামর্শ প্রদানের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সহায়তা করা।
গ) উদ্ভাবনী এবং খরচ-সাশ্রয়ী মানব সম্পদ কৌশল তৈরি করা।
ঘ) আইনগত বিষয়ে মতামত প্রদান।
ঙ) অন্যান্যদের মধ্যে, বোর্ড, জেনারেল সেক্রেটারিয়েট এবং ওআইসি-এর সদস্য রাষ্ট্র এবং হোস্ট সরকারের বিভিন্ন সংস্থা থেকে মানবসম্পদ সংক্রান্ত বিষয়ে উদ্বেগ ও অনুসন্ধানের জবাব দেওয়া।
চ) প্রবাসী কর্মীদের ভিসা সংক্রান্ত সমস্যা এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রশাসনিক বিষয়গুলি সমাধান করা।
ছ) ইসলামী শীর্ষ সম্মেলন, পররাষ্ট্র মন্ত্রী পরিষদ, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ক ইসলামী কমিশন, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতার স্থায়ী কমিটি, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার জন্য স্থায়ী কমিটি সহ বিভিন্ন সভার জন্য বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও কর্মসূচির প্রতিবেদন তৈরি করা।
জ) গভর্নিং বোর্ড, নির্বাচন কমিটি, প্রশাসনিক উপদেষ্টা কমিটি, নিয়োগ ও পদোন্নতি কমিটি এবং অন্যান্য প্রশাসনিক কমিটির খসড়া এজেন্ডা, কার্যবিবরণী ইত্যাদি।
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২
প্রার্থীর সাধারণ যে বিষয়গুলো থাকা আবশ্যক-
ক) OIC সদস্য রাষ্ট্রগুলির একটির মুসলিম নাগরিক হতে হবে।
খ) বয়স ৫৬ (ছাপ্পান্ন) বছরের নিচে হতে হবে।
গ) তার দায়িত্ব পালনে বাঁধা হতে পারে এমন রোগ এবং দুর্বলতা থেকে মুক্ত থাকতে হবে।
ঘ) জন্ম তারিখ এবং যোগাযোগের নম্বরগুলি C.V-তে পাওয়া অপরিহার্য।
০৩. পদের নাম- লাইব্রেরিয়ান
বেতন স্কেল- ৯৬০ – ১৭২৮ ডলার (আনুমানিক ৯৬০০০ – ১৭২৮০০/- টাকা)
অন্যান্য সুবিধা ও ভাতা-
ক) যদি কেউ ক্যাম্পাসে বাড়ি সুবিধা না পান, তবে তিনি বাড়ি ভাড়া বাবদ ৪০ শতাংশ টাকা পাবেন।
খ) পরিবহন খরচ, স্বামী/স্ত্রী ভাতা, সন্তান ভাতা, অন্তর্বর্তীকালীন ভাতা, শিক্ষা ভাতা, চিকিৎসা সুবিধা সহ কোম্পানীর নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
গ) সফল প্রার্থীদের মধ্যে যদি বাংলাদেশ ব্যতীত OIC-এর সদস্য রাষ্ট্র থেকে আসেন, তবে নিয়ম অনুযায়ী ৪০ শতাংশ আন্তর্জাতিক ভাতা প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা-
ক) প্রার্থীকে অবশ্যই লাইব্রেরি/লাইব্রেরি এবং তথ্য বিজ্ঞানে পিএইচডি ডিগ্রিধারী হতে হবে।
খ) সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যার মধ্যে ৫ বছর অবশ্যই বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠানের একজন কর্মকর্তার সমতুল্য ডেপুটি লাইব্রেরিয়ান হিসাবে থাকতে হবে। অথবা
গ) প্রার্থীকে অবশ্যই একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার/লাইব্রেরি এবং তথ্য বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি এবং গ্রন্থাগার ও তথ্য ব্যবস্থাপনায় ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যার মধ্যে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে ডেপুটি লাইব্রেরিয়ান হিসাবে ৫ বছর বা লাইব্রেরিয়ান হিসাবে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ঘ) বহুসংস্কৃতি এবং বহুভাষিক পরিবেশে কাজ করার অভিজ্ঞতা থাকা প্রার্থীদের একটি অতিরিক্ত সুবিধা থাকবে।
প্রার্থীর সাধারণ যে বিষয়গুলো থাকা আবশ্যক-
ক) OIC সদস্য রাষ্ট্রগুলির একটির মুসলিম নাগরিক হতে হবে।
খ) বয়স ৫৬ (ছাপ্পান্ন) বছরের নিচে হতে হবে।
গ) তার দায়িত্ব পালনে বাঁধা হতে পারে এমন রোগ এবং দুর্বলতা থেকে মুক্ত থাকতে হবে।
ঘ) জন্ম তারিখ এবং যোগাযোগের নম্বরগুলি C.V-তে পাওয়া অপরিহার্য।
আবেদনের নিয়মাবলী-
আবেদনকারীদের https://www.iutoic-dhaka.edu/circular লিঙ্কে ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে এবং C.V., একটি পাসপোর্ট আকারের ছবি এবং হার্ড কপিতে সমস্ত নথি সহ একটি আবেদন আইইউটি সংস্থার প্রধানের বরাবর পাঠাতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা-
সংস্থা প্রধান
ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইইউটি)
বোর্ড বাজার, গাজীপুর
আবেদনের শেষ সময়- ১৮ নভেম্বর ২০২২ ইং তারিখ।