খাদ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি – এমসিকিউ/লিখিত পরীক্ষা

খাদ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি – এমসিকিউ/লিখিত পরীক্ষা

খাদ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি- গণপ্রজাতন্ত্রী বাংলােদশ সরকার এর খাদ্য অধিদপ্তরের অধীনে নন-গেজেটড বিভিন্ন শূন্যপদ পূরণের নিমিত্তে খাদ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগ গত ১১/০৭/২০১৮ ইং তারিখের ১২২৯ নং স্মারকে বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল। খাদ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি – তে উল্লেখিত দুটি পদে নিয়োগের জন্য এমসিকিউ/লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৪ জানুয়ারী ২০২২ ইং তারিখে।

খাদ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে নিম্নলিখিত দুটি পদে নিয়োগের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে-

  • স্প্রেম্যান
  • হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার

খাদ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষার তারিখ ও সময়-

  • স্প্রেম্যান পদে আবেদনকারীদের এমসিকিউ/লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৪ জানুয়ারী ২০২২ ইং তারিখে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।
  • হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার পদে আবেদনকারীদের এমসিকিউ/লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৪ জানুয়ারী ২০২২ ইং তারিখে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত।

পরীক্ষার কেন্দ্র-

ঢাকা মহানগরের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য পদের পরীক্ষা পরবর্তীতে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। অন্যান্য পরীক্ষার সময়সূচী খাদ্য অধিদপ্তরের নিজস্ব ‍ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানানো হবে।

আবেদনকারীদের যে কাজগুলো করতে হবে-

  • উক্ত পদগুলিতে আবেদনকারীদেরকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাসময়ে নির্দিষ্ট কেন্দ্রে উপস্থিত হতে হবে।
  • আবেদনকারীগণ http://admit.dgfood.gov.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করবেন।
  • অনলাইন থেকে প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা- ০৫ জানুয়ারী থেকে ১৩ জানুয়ারী ২০২২ ইং তারিখ পর্যন্ত।
  • ডাউনলোডকৃত প্রবেশপত্র রঙিন প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণের সময় সঙ্গে নিয়ে যাবেন।
  • পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে সমস্যা হলে ০১৭০৬৫০৪১৬৯; ০১৩০৫৭০৩৮৭৪ নম্বর দু’টিতে অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করতে পারবেন।
  • জটিলতা এড়ানোর জন্য প্রবেশপত্র ডাউনলোড করার শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে পূর্বেই প্রবেশপত্রটি ডাউনলোড করে রাখুন।
  • আইআইসিটি ও বুয়েট কর্তৃক প্রস্তুতকৃত পরীক্ষা সংক্রান্ত কাজের নির্দেশিকা http://admit.dgfood.gov.bd/Manual.pdf ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নির্দেশনাবলী ভালভাবে পড়বেন।

বাংলাদেশ কোস্ট গার্ডে বিভিন্ন পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

খাদ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি -তে উল্লেখিত পরীক্ষা বিষয়ক নির্দেশিকা হুবহু তুলে ধরা হলো-

সূচনা-

  • পরীক্ষার দিন পরীক্ষা শুরু হওয়ার ৪৫ মিনিট আগে থেকে পরিক্ষার্থীরা স্ব স্ব পরীক্ষা কক্ষে প্রবেশ করতে পারবে।
  • পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর্যন্ত তাদের প্রবেশের অনুমতি থাকবে।
  • এরপর আর কাউকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেয়া হবে না।

খাদ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি – তে উল্লেখিত পরীক্ষার্থীদের জন্য সাধারণ নির্দেশনা-

পরীক্ষার্থীরা আসন গ্রহণ করার পর একজন কক্ষ পরিদর্শক পরীক্ষার্থীদের জন্য সাধারণ নির্দেশিকাটি পড়ে শােনাবেন। (নির্দেশনাসমূহ পরিশিষ্টে দেয়া আছে)।

ওএমআর ফরম বিতরণ-

  • পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে ওএমআর ফরম দেয়া হবে।
  • ওএমআর ফরম বিতরণ শেষে একজন পরিদর্শক ওএমআর ফরমের পূরণ করার বিভিন্ন বিষয় বুঝিয়ে দিবেন।
  • ওএআর ফরম-এ যে তথ্যগুলাে দিতে হবে, সেগুলাে হল- (ক) রােল নম্বর, (খ) পদের নাম, (গ) লিঙ্গ, (ঘ) সেট কোড, (ঙ) নাম, (চ) পিতার নাম, (ছ) মাতার নাম, (জ) নিজ জেলা ও (ঝ) স্বাক্ষর।

ওএমআর-এর সেট কোড ও প্রশ্নের সেট কোডের যােগসূত্রের ফরম-

  • পরীক্ষা কক্ষের বাের্ডে আগে থেকেই ওএমআর-এর সেট কোড ও প্রশ্নের সেট কোডের যােগসূত্রের ফরমটি একে রাখা হবে।
  • কেন্দ্র সচিবের পক্ষ থেকে যােগ সূত্রের ফরমটি পাওয়া মাত্রই কক্ষ পরিদর্শক সেটি বাের্ডের খালি ফরমে উঠিয়ে দিবেন।
  • অন্য একজন পরিদর্শক সেটি মূল কপির সাথে পরীক্ষা করে দেখবেন এবং পরীক্ষার্থীদের যােগ সূত্রের বিষয়টি বুঝিয়ে দিবেন। সেটি বুঝিয়ে দেয়ার পর প্রশ্নপত্র বিতরণ করা হবে।

ওএমআর ফরম পূরণে সতর্কতা-

  • বৃত্তগুলাে এমনভাবে ভরাট করতে হবে যেন বৃত্তের ভেতরের লেখাগুলাে দেখা না যায়।
  • বৃত্তাকার ঘরগুলি অবশ্যই কালাে কালির বলপয়েন্ট কলম দিয়ে ভরাট করতে হবে।
  • উত্তরপত্রে কোন অবাঞ্চিত দাগ দেওয়া যাবে না।
  • উত্তরপত্র কোন অবস্থাতেই ভাঁজ করা যাবে না।
  • পরিষ্কার পরিচ্ছন্ন ও ভাঁজবিহীণ উত্তরপত্র মেশিনে মূল্যায়নের জন্য অপরিহার্য।

প্রশ্নপত্র বিতরণ-

  • পরীক্ষা শুরুর ৫মিনিট আগে প্রশ্নপত্র বিতরণ শুরু করা হবে।
  • প্রথমে যাদের ওএমআর কোড পদ্মা তাদের দাঁড়াতে বলা হবে।
  • পদ্মা সেট কোডের জন্য নির্ধারিত কোডের প্রশ্নপত্র বিতরণ করা হবে।
  • একই পদ্ধতি অনুসরণ করে অন্যান্য ওএমআর সেট কোডের পরীক্ষার্থীদের প্রশ্নপত্র বিতরণ করা হবে।
  • প্রশ্নপত্র বিলি শেষে নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু করতে হবে।

পরীক্ষার্থীদের হাজিরা গ্রহণ-

  • কক্ষ পরিদর্শক পরীক্ষার্থীর প্রবেশপত্র অনুযায়ী ওএমআর ফরমের বিভিন্ন অংশ পূরণ করেছে কিনা তা পরীক্ষা করে দেখবেন।
  • এর ভিতর গুরুত্বপূর্ণ অংশগুলাে হল- (ক) রােল নম্বর, (খ) পদের নাম, (গ) লিঙ্গ, (ঘ) সেট কোড ও (ঙ) স্বাক্ষর।
  • এগুলাে পূরণ করা আছে কিনা তা পরিদর্শক দেখবেন।
  • বৃত্ত ভরাট করতে পরীক্ষার্থী ভুল করার কারনে নতুন ওএম আর ফরম দেয়া হবে না।
  • কক্ষ পরিদর্শক হাজিরা সিটে পরীক্ষার্থীর স্বাক্ষর, হাজিরা বৃত্ত ও প্রশ্নের সেট কোডের নম্বর পরীক্ষার্থী সঠিকভাবে পূরণ করেছে কিনা তা দেখবেন।
  • হাজিরা বৃত্তটি ভরাট করা খুবই জরুরী। কারণ হাজিরা শীটটি মেশিনে পড়া হয় এবং এই বৃত্তটির মাধ্যমে নির্ধারিত হয় পরীক্ষার্থী উপস্থিত নাকি অনুপস্থিত।
  • সবশেষে তিনি ওএমআর ফরমে তার স্বাক্ষর দিবেন।

পরীক্ষা থেকে বহিস্কার-

পরীক্ষা চলা কালীন সময়ে যদি কোন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করে, তাহলে তাকে নিয়ম অনুযায়ী বহিস্কার করা হবে।

ওএম আর ফরম সংগ্রহ-

  • পরীক্ষার সময় শেষ হলে সকলকে লেখা বন্ধ করতে বলা হবে।
  • ওএমআর ফরমগুলাে ও প্রশ্নপত্র পরীক্ষার্থীদের কাছ থেকে তুলে নেয়া হবে।
  • সে গুলাে গুনে হাজিরা শীটে স্বাক্ষর করা পরীক্ষার্থীর সংখ্যার সাথে মিলিয়ে দেখা হবে।
  • সবকিছু ঠিক থাকলে পরীক্ষার্থীদেরকে কক্ষ ত্যাগ করতে দেয়া হবে।

খাদ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে পরীক্ষার্থীদের জন্য নির্দেশাবলী-

  • কক্ষ পরিদর্শকের অনুমতি ব্যতীত নিজ আসন ছাড়া অন্য কোন আসনে বসা যাবে না।
  • পরীক্ষা কক্ষে নিজের কাছে মােবাইল ফোন, স্মার্ট ওয়াচ সহ কোন ইলেকট্রনিক গ্যাজেট রাখা যাবে না।
  • পরীক্ষা চলাকালীণ সময়ে শুধুমাত্র বল পয়েন্ট কলম, প্রবেশপত্র কাছে রাখা যাবে।
  • ওএমআর ফরম পাওয়ার পর ফরমের ডানদিকে নীচে লেখা নির্দেশাবলী সমূহ খুব ভালােভাবে পড়ে নিতে হবে।
  • এক পরীক্ষার্থীর জায়গায় অন্য কোন পরীক্ষার্থী পরীক্ষা দিলে তার পরীক্ষা বাতিল হবে।
  • পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কাউকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেয়া হবে না।
  • পরীক্ষা শুরুর পর থেকে ওএম আর ফরম জমা না দেয়া পর্যন্ত কাউকে বাইরে যেতে দেয়া হবে না, তাই পরীক্ষার শুরু হওয়ার আগেই সকল প্রয়ােজন মিটিয়ে আসতে হবে।
  • কারাে সাথে পরীক্ষা চলাকালীণ সময়ে যােগাযােগ করা যাবে না, কারাে সাথে যােগাযােগের চেষ্টা করা হলে কিংবা কোন অসদুপায় অবলম্বন করা হলে পরীক্ষা থেকে বহিষ্কার করা হবে।
  • পরীক্ষার আগে, চলাকালীণ কিংবা পরে পরীক্ষার্থী কক্ষ পরিদর্শকের সঙ্গে দুর্ব্যবহার করলে বা কোন অন্যায় আচরণ করলে ও তা প্রমানিত হলে তার পরীক্ষা বাতিল হবে।
  • পরীক্ষা হলে কক্ষ পরিদর্শকের নির্দেশ মেনে চলতে হবে।
  • কক্ষ পরিদর্শক পরীক্ষা শেষে লেখা বন্ধ করতে বলার সঙ্গে সঙ্গে লেখা বন্ধ করতে হবে।
  • কক্ষ পরিদর্শক কর্তৃক ওএম আর ফরম ও প্রশ্ন পত্র জমা নেয়ার পর উনারা তা গুনে সব ঠিক পাওয়া পর্যন্ত পরীক্ষার্থীদের যার যার আসনে বসে থাকতে বলবেন। তারা যেতে না বলা পর্যন্ত কেউ কক্ষ ত্যাগ করবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *