চট্টগ্রাম বন্দরে পাইলট নিয়োগ-২০২২ (Recruitment of pilots in Chittagong Port 2022): চট্টগ্রাম কর্তৃক জনবল নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞাপ্তি অনুযায়ী বাংলাদেশের সকল জেলার নাগরিতগন আবেদন করতে পারবে। বিজ্ঞপ্তিতে পাইলট পদে মোট দুই জন পাইলট নিয়োগ এর কথা উল্লেখ করা হয়েছে। যোগ্যত্বা পূরন সাপেক্ষের আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
চট্টগ্রাম বন্দরে পাইলট নিয়োগ-২০২২
নিয়োগকারী প্রতিষ্ঠানের নাম | চট্টগ্রাম বন্দর |
নিয়োগ ক্যাটাগরি | এক (পাইলট) |
মোট নিয়োগ | ২ জন |
আবেদনের মাধ্যম | অনলাইন |
পদের নাম | পাইলট |
আবেদনের লিংক | https://jobscpa.org/ |
আবেদন ফি | ২০০ টাকা |
বেতন | ৩৫,৫০০ টাকা থেকে ৬৭,০১০ টাকা |
বেতন গ্রেড | ০৬ (ছয়) |
বয়স | সর্বোচ্চ ৩৫ বছর |
আবেদন শুরু | ২৬/০৯/২০২২ তারিখ সকাল ১০:০০ ঘটিকা |
আবেদনের শেষ সময়: | ১২/১০/২০২২ তারিখ রাত ১২:০০ ঘটিকা |
আবেদন ফি জমা দেওয়ার সময়: | ১২/১০/২০২২ |
চট্টগ্রাম বন্দরে পাইলট নিয়োগ-২০২২
আপনি কি চট্টগ্রাম বন্দরে পাইলট নিয়োগ ২০২২ এর বিজ্ঞাপ্তি খুজছেন? এই বিজ্ঞাপ্তিটি চট্টগ্রাম বন্দর কর্তৃক প্রকাশিত হয়েছে। আমাদের এই পোষ্টে আবেদনের নিয়মকানুন উল্লেখ করা হয়েছে। যেমন: আবেদনকৃত পদের নাম, পদের বিবরণ, মোট নিয়োগকৃত, আবেদকারীর বয়সীমা, আবেদনের মাধ্যম ইত্যাদি।

আবেদনের মাধ্যম:
https://jobscpa.org/ এই ওয়েবসাইটে আবেদন করতে হবে। মেইল বা ডাকযোগে পাঠানো আবেদন গ্রহন করা হবে না। ২৬/০৯/২০২২ ইং তারিখ হতে ১২/১০/২০২২ ইং তারিখ এর মধ্যে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরন করতে সমস্যার সম্মুখীন হলে hr@cpa.gov.bd তে সমস্যার কথা উল্লেখ করিয়া মেইল করতে হব।
আবেদন ফি:
অনলাইনে আবেদন সম্পূর্ণ করার পর আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। ডাউনলোডকৃত আবেদন নম্বর সম্বলিত সোনালী সেবার পে স্লিপ ডাউনলোড করতে হবে। উভয় ডাউলোডকপি প্রিন্ট করতে হবে। সোনালী সেবার পে স্লিপ এর মাধ্যমে আবেদন ফি বাবদ ৬০০ টাকা পরিশোধ করতে হবে।
বাংলাদেশ বন্দরগুলোর মধ্যে অন্যতম বন্দর চট্টগ্রাম বন্ধর। এই বন্ধর দিয়ে দেশের আনদানি বা রাপ্তানির সিংহ ভাগ কাজেই পরিচালনা হয়। এই বন্ধর এর প্রভাবে চট্টগ্রাম নাগরির ও মানুষের এতো উন্নতি।
সরকারী বেসরকারী চাকুরী সম্পর্কে জানতে ক্লিক করুন।