ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ জনবল নিয়োগ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ জনবল নিয়োগ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন- কার্য সহকারী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। উল্লেখিত পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট দরখাস্ত আহবান করা হয়েছে। আগ্রহী প্রার্থীগণ বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা অনুযায়ী অনলাইনে আবেদন করতে পারবেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ নিয়োগের তথ্যাবলী-

পদের নাম- কার্য সহকারী

পদ সংখ্যা- ০৬ (ছয়) টি।
বেতন স্কেল- ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।
বেতন গ্রেড- ১৬

বয়সসীমা-

ক) ০১ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বৎসর হতে হবে।
খ) তবে মুক্তিযোদ্ধার সন্তান এবং শারিরীক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বৎসর পর্যন্ত শিথিল করা হয়েছে।
গ) বয়সের ক্ষেত্রে কোনভাবেই এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

শিক্ষাগত যোগ্যতা-

যে কোন স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ আবেদনের শর্তাবলী-

১) সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। সকল চাকুরীরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূলকপি জমা দিতে হবে।
২) আবেদনপত্র পূরণ করার সময় প্রার্থীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ, বয়স, নিজ জেলার নাম, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখ করতে হবে।
৩) সকল সত্যায়ন/প্রত্যয়ন পত্র প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সম্পাদিত হতে হবে।
৪) মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্র প্রিন্ট কপি সহ সকল সনদপত্রের সত্যায়িত এক সেট ফটোকপি জমা দিতে হবে।
৫) নিয়োগ প্রদানের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৬) নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি বাতিল বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ আবেদনের নিয়মাবলী-

১) আগ্রহী প্রার্থীগণ http://dscc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

২) অনলাইনে আবেদন ফরম পূরণ করে সাবমিট করার ৭২ ঘন্টার মধ্যে টেলিটক যে কোন প্রি-পেইড সিম দিয়ে পরীক্ষার ফি বাবদ ৫০০/- টাকা জমা প্রদান করতে হবে।

আবেদনের শেষ সময়- ১৩ অক্টোবর ২০২২ ইং তারিখ বিকাল ৫টা পর্যন্ত।

সরকারী, বেসরকারী বিভিন্ন চাকুরীর আপডেট খবর জানতে ভিজিট করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *