বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: বাংলাদেশীদের জন্য বাংলাদেশে জনবল নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক ধান গবেষণা ইনষ্টিটিউট (ইরি)। ধান গবেষণাকারী এই প্রতিষ্ঠানটি মাতৃত্বখালীন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করে অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট-সোশিওইকোনমিস্ট পদে অনির্ধাতি সংখ্যাক লোক নিয়োগ দিবে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্যতা মাফিক বাংলাদেশের স্থায়ী ও প্রকৃত নাগরিকগণ আনলাইনে আবেদন করতে হবে।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
https://alorkuthir.com/ আলোর কুঠির ডট কম মানুষের দৈনন্দিন প্রয়োজনীয়তার কথা বলে। যেমন- চাকরি, কম্পিউটার শিক্ষা, স্বাস্থ্য টিপস, সৌন্দর্য্য ও ফিটনেস, বাংলাদেশের দর্শনীয় স্থান ইত্যাদি বিষয় সম্পর্কে তথ্য দিয়ে মানুষের সেবা করার প্রচেষ্টা করে যাচ্ছে। তাই আলোর কুঠিরের সঙ্গে থাকুন এবং অন্যদের নিকট আমাদের সেবা পৌঁছাতে আমাদের সাইটটিকে সকলের সাথে শেয়ার করুন।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অনুযায়ী নিয়োগকৃত পদের নাম ও যোগ্যতা:
১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট-সোশিওইকোনমিস্ট
নিয়োগকৃত পদের সংখ্যা: অনির্ধারিত
শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি, কৃষি অর্থনীতি, সমাজবিজ্ঞান এ যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার পরিচালনার দক্ষতা সহ ইকোনমেট্রিক মেথড ও টুল ব্যবহারের মাধ্যমে ডেটা অ্যানালাইজ জানতে হবে। ইংরেজি ভাষা লেখা, বলা ও শুনে বুঝার ক্ষমতা থাকতে হবে। যোগাযোগ উ উপস্থাপনায় সাবলীল হওয়া লাগবে। এছাড়াও এমঅ্যান্ডইতে দক্ষতা সহ সোশিওইকোনমিক রিসার্চ ও হাউসহোল্ড সার্ভেতে অনেক বেশী দক্ষ হওয়া লাগবে।
মাসিক বেতন ও অন্যান সুযোগ সুবধা: প্রতি মাসে বেসিক বেতন ৫৪,৮৮৩ টাকা হতে ১০১,১৬৭ টাকা। প্রতি মাসে যাতায়াত খরচ ১২,০০০/- (বার হাজার) টাকা সহ মূল বেতনের ৩০% বাসা ভাড়া। এছাড়াও বছরে ১৬ হাজার ডলার স্বাস্থ্যবিমা সহ, মাতৃকালীন ভাতা, প্রভিডেন্ট ফান্ড দুইটি উৎসব ভাতা।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ তে আবেদন করতে আবেদনকরী অভিজ্ঞতা:
১। অর্থনীতি, কৃষি অর্থনীতি ও সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছরের চাকরির বাস্তব অভিজ্ঞতা।
২।হাউসহোল্ড সার্ভে, সোশিওইকোনমিক রিসার্চ, এমঅ্যান্ড ও জেন্ডারে কমপক্ষে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ তে আবেদনের নিয়ম ও সময়সীমা:
আন্তর্জাতিক ধান গবেষণা ইনষ্টিটিউট (ইরি) এর নিজস্ব ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সর্বশেষ সময় ২৪ নভেম্বর ২০২২।
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট এ লক্ষাধিক টাকা বেতনে চাকরি

ভূমিকা– বিভিন্ন সুযোগ সুবিধা সহ বাংলাদেশীদের জন্য দুটি গুরুত্বপূর্ণ পদে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) তাদের নিজস্ব ওয়েবসাইটে নিয়োগ প্রদানের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আকর্ষণীয় বেতনে লোক নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা অনুসারে যোগ্য প্রার্থীদেরকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।
নিম্নলিখিত যোগ্যতার ভিত্তিতে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট এ নিয়োগ প্রদান-
পদের নাম- এ্যাসিস্ট্যান্ট সাইন্টিস্ট (ব্রিডিং)
বেতন- ৫৪,৮৮৩/- থেকে ১,০১,১৬৭/- টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা-
- কৃষি বিজ্ঞানে স্নাতক ডিগ্রি ও আধুনিক প্রজনন পদ্ধতি এবং প্রজনন তথ্যবিদ্যার কাজে ৪ বছরের অভিজ্ঞতা অথবা
- কৃষি বিজ্ঞানে স্নাকোত্তর ডিগ্রি ও আধুনিক প্রজনন পদ্ধতি এবং প্রজনন তথ্যবিদ্যার কাজে ২ বছরের অভিজ্ঞতা
সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি বা আণবিক প্রজননে ডিগ্রি এবং একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থায় কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে।
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) অন্যান্য যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে-
- আবাসন ভাতা- প্রতি মাসে মূল বেতনের ৩০%
- পরিবহন ভাতা- ১২,০০০/- (বার হাজার) টাকা
- উৎসব ভাতা- প্রতি বছর ২ বার
- কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (CPF)
- রিটার্নিং মাদার এ্যালাউন্স- ডেলিভারি পরবর্তী মহিলা কর্মচারীদের জন্য ৯ মাসের জন্য প্রতি মাসে ২,০০০/- (দুই হাজার) টাকা।
- চিকিৎসা বীমা কভারেজ- সর্বোচ্চ US$16,000 প্রতি বছর এবং অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা।
বাংলাদেশ বিমান বাহিনী-তে অফিসার ক্যাডেট পদে জনবল নিয়োগ
রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি-পয়েন্টসম্যান পদে
পদের নাম- এ্যাসোসিয়েট সাইন্টিস্ট (ব্রিডিং)
বেতন স্কেল- ৭০,৬৬৭/- থেকে ১,৩০,৮৩৩/- টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা-
- কৃষি বিজ্ঞানে স্নাতক ডিগ্রি ও উদ্ভিদ প্রজনন পদ্ধতি সংশ্লিষ্ট কাজে ৮ বছরের অভিজ্ঞতা অথবা
- জেনেটিক্স এবং প্রজনন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাকোত্তর ডিগ্রি ও আধুনিক প্রজনন পদ্ধতির কাজে ৫ বছরের অভিজ্ঞতা
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) অন্যান্য যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে-
- আবাসন ভাতা- প্রতি মাসে মূল বেতনের ৩০%
- পরিবহন ভাতা- ১৪,৪০০/- টাকা
- উৎসব ভাতা- প্রতি বছর ২ বার
- কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (CPF)
- রিটার্নিং মাদার এ্যালাউন্স- ডেলিভারি পরবর্তী মহিলা কর্মচারীদের জন্য ৯ মাসের জন্য প্রতি মাসে ২,০০০/- (দুই হাজার) টাকা।
- চিকিৎসা বীমা কভারেজ- সর্বোচ্চ US$16,000 প্রতি বছর এবং অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা।
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট এ আবেদনের শেষ তারিখ- ১৮ নভেম্বর ২০২১ ইং তারিখ