নেকটার আইসিটি প্রশিক্ষণ বগুড়া-তে নিয়োগ -২০২২

নেকটার আইসিটি প্রশিক্ষণ বগুড়া-তে নিয়োগ -২০২২

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ

নেকটার আইসিটি প্রশিক্ষণ বগুড়া-তে নিয়োগ -২০২২ (Nektar ICT Training Recruitment in Bogra -2022): একাধিক ক্যাটাগরিতে ১১ জন কর্মী নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রলাণয়ের অধীনে প্ররিচালিত জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষনা একাডেমি নেকটার । নয় (০৯) থেকে বিশ (২০)তম বেতন গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে। নেকটার আইসিটি প্রশিক্ষণ বগুড়ায় আবেদন করতে আগ্রহী পার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

নেকটার আইসিটি প্রশিক্ষণ বগুড়া-তে নিয়োগ -২০২২ (Nektar ICT Training Recruitment in Bogra -2022):

সরকারী, বেসরকারী সকল চাকরির চলমান নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের  https://alorkuthir.com/  সাইটটি নিয়মিত ভিজিট করুন। এছাড়া অনলাইন ইনকাম, কম্পিউটার শিক্ষা, সৌন্দর্য্য ও ফিটনেস, স্বাস্থ্য এবং বাংলাদেশের দর্শনীয় স্থান সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখুন।

১। পদের নাম: সহকারী ইনস্ট্রাক্টর

পদ সংখ্যা: ০১ (এক)
বেতন স্কেল: নবম (৯ম)
বেতন স্কেল: ২২,০০০ থেকে ৫৩,০৬০/- টাকা

শিক্ষাগত যোগ্যতা:

দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী (কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে)

২। পদের নাম: সহকারী প্রশিক্ষক (কম্পিউটার)

পদ সংখ্যা: ০১ (এক)
বেতন স্কেল: নবম (৯ম)
বেতন স্কেল: ২২,০০০ থেকে ৫৩,০৬০/- টাকা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
ক) দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী (ইলেকট্রনিকস, পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, গণিত, পরিসংখ্যান বা কম্পিউটার সায়েন্সে)
খ) কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত।

৩। পদের নাম: সহকারী প্রশিক্ষক (গবেষণা)

পদ সংখ্যা: ০১ (এক)
বেতন স্কেল: নবম (৯ম)
বেতন স্কেল: ২২,০০০ থেকে ৫৩,০৬০/- টাকা

শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী

নেকটার আইসিটি প্রশিক্ষণ বগুড়া-তে নিয়োগ -২০২২ (Nektar ICT Training Recruitment in Bogra -2022):

৪। পদের নাম: সহকারী প্রশিক্ষক (ইংরেজি)

পদ সংখ্যা: ০১ (এক)
বেতন স্কেল: নবম (৯ম)
বেতন স্কেল: ২২,০০০ থেকে ৫৩,০৬০/- টাকা

শিক্ষাগত যোগ্যতা:
ক) দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী (ইংরেজি বিষয়ে)
খ) কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।

৫। পদের নাম: কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ০১ (এক)
বেতন স্কেল: তেরতম (১৩তম)
বেতন স্কেল: ১১,০০০ থেকে ২৬,৫৯০/- টাকা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
ক) দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী (বিজ্ঞান বিভাগে)
খ) প্রতি মিনিটে কম্পিটার মুদ্রক্ষরে বাংলায় ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ হতে হবে।

৬। পদের নাম: আর্টিস্ট কাম ক্যামেরাম্যান

পদ সংখ্যা: ০১ (এক)
বেতন স্কেল: পনেরতম (১৫তম)
বেতন স্কেল: ৯,৭০০ থেকে ২৩,৪৯০/- টাকা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
ক) উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট।
খ) কম্পিটার পরিচালনার অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা।

৭। পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদ সংখ্যা: ০১ (এক)
বেতন স্কেল: ষোলতম (১৬তম)
বেতন স্কেল: ৯,৩০০ থেকে ২২,৪৯০/- টাকা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
ক) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট।
খ) কম্পিটার টাইপিং স্পিড প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজীতে ২০ শব্দ হতে হবে।

৮। পদের নাম: ড্রাইভার

পদ সংখ্যা: ০১ (এক)
বেতন স্কেল: আঠারতম (১৮তম)
বেতন স্কেল: ৮,৮০০ থেকে ২১,৩১০/- টাকা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
ক) জে এস সি বা আষ্টম শ্রেণী পাস।
খ) বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালানোর প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৯। পদের নাম: ফটোকপি অপারেটর

পদ সংখ্যা: ০১ (এক)
বেতন স্কেল: আঠারতম (১৮তম)
বেতন স্কেল: ৮,৮০০ থেকে ২১,৩১০/- টাকা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
ক) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট।
খ) কম্পিউটার পরিচালনার দক্ষতা সহ ফটোকপি মেশিন পরিচালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

https://alorkuthir.com/আলোর কুঠির ডট কম মানুষের দৈনন্দিন প্রয়োজনীয়তার কথা বলে। যেমন- চাকরি, কম্পিউটার শিক্ষা, স্বাস্থ্য টিপস, সৌন্দর্য্য ও ফিটনেস, বাংলাদেশের দর্শনীয় স্থান ইত্যাদি বিষয় সম্পর্কে তথ্য দিয়ে মানুষের সেবা করার প্রচেষ্টা করে যাচ্ছে। তাই আলোর কুঠিরের সঙ্গে থাকুন এবং অন্যদের নিকট আমাদের সেবা পৌঁছাতে আমাদের সাইটটিকে সকলের সাথে শেয়ার করুন।

১০। পদের নাম: কুক কাম বেয়ারার

পদ সংখ্যা: ০১ (এক)
বেতন স্কেল: বিশতম (২০তম)
বেতন স্কেল: ৮,২৫০ থেকে ২০,০১০ /- টাকা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
ক) জে এস সি বা আষ্টম শ্রেণী পাস।
খ) খাবার পরিবেশন ও রান্নার কাজে দক্ষ হতে হবে।

১১। পদের নাম: নিরাপত্তাপ্রহরী

পদ সংখ্যা: ০১ (এক)
বেতন স্কেল: বিশতম (২০তম)
বেতন স্কেল: ৮,২৫০ থেকে ২০,০১০ /- টাকা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
ক) জে এস সি বা আষ্টম শ্রেণী পাস।

নেকটার আইসিটি প্রশিক্ষণ বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অনুযায়ী সাধারণ জেলা কোটায় যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন
ক) নেকটার আইসিটি প্রশিক্ষণ বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ১ থেকে ৪ নং পদে যে সকল জেলার পার্থীরা আবেদন করতে পারবে।
বাংলাদেশে সকল জেলার লোকজন আবেদন করতে পারবে।
খ) ৫নং পদে যারা আবেদন করতে পারবে।
বগুরা ও দিনাজপুরের বাসিন্দারা ছাড়া বাংলাদেশে সকল জেলার স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবে।
গ) ৬ নং পদে যারা আবেদন করতে পারবে।
বাংলাদেশে সকল জেলার প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবে।
ঘ) ৭নং পদে যারা আবেদন করতে পারবে।
কেবল মাত্র সিরাজগঞ্জের বাসিন্দারা ব্যতিত বাংলাদেশে সকল জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবে।
ঙ) ৮ নং এবং ৯নং পদে যারা আবেদন করতে পারবে।
বাংলাদেশে সকল জেলার প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবে।
চ) ১০নং পদে যারা আবেদন করতে পারবে।
শুধু মাত্র কুড়িগ্রাম জেলার প্রকৃত নাগরিকগণ ব্যতিত দেশের অন্য সকল জেলার নাগরিকগণ আবেদন করতে
ছ) ১১নং পদে যারা আবেদন করতে পারবে।
কেবল মাত্র বরগুনা ও দিনাজপুরের বাসিন্ধারা ব্যতিত বাংলাদেশের অন্য সকল জেলার প্রকৃত নাগরিকগণ এই পদের জন্য আবেদন করতে পারবে ।

নেকটার আইসিটি প্রশিক্ষণ বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন কারীর বয়স:

ক) ১ লা নভেম্বর ২০২২ ইং তারিখে যাদের বয়স ১৮ থেকে ৩০ বছর এর মধ্যে তারা আবেদন করতে পারবে।
খ) শারেরিক প্রতিবন্ধী ও বীর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩২ বছর পর্যন্ত শীতিল করা হয়েছে।

নেকটার আইসিটি প্রশিক্ষণ বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের নিয়ম ও মাধ্যম:

ক) যোগ্যতা পূরন সাপেক্ষে আগ্রহী প্রার্থীরা নেকটার আইসিটি প্রশিক্ষণ বগুড়ার নিজস্ব ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে পারবে।
খ) আবেদন ফরমে ৩০০ ও ৩০০ পিক্সেল এর সদ্য তোলা রঙ্গিন ছবি আপলোড করতে হবে। ৩০০ ও ৮০ পিক্সেল এর স্পষ্ট স্বাক্ষর আপলোড করতে হবে।
গ) আবেদন ফরমে প্রদানকৃত তথ্য শিক্ষাগত সনদ ও ভোটার আইডির সাথে মিল রেখে আবেদন ফরম পূরন করতে হবে।
ঘ) আবেদন ফরম অনলাইনে সাবমিট করার পর তা ডাউনলোড করে সংরক্ষন করতে হবে।
ঙ) অনলাইনে আবেদন পত্র সাবমিট করার ৭২ ঘন্টার মধ্যে আবেদন ফি জমা প্রদান করতে হবে। তা না হলে আবেদন পত্র বাতিল যোগ্য হবে।
চ) টেলিটক ইউজার হতে দুইটি এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা প্রদান করার পর একটি আবেদন ফরমে প্রদানকৃত মোবাইল নাম্বারে একটি পাসওয়ার্ড আসবে। পাসওয়ার্ডটি সংরক্ষন করুন এবং আবেদন ফরমে প্রদানকৃত এপ্লিকেশন আইডি ও মোবাইল নাম্বারে প্রাপ্ত পাসওয়ার্ড দিয়ে প্রবেশ পত্র ডাউনলোড করতে হবে।

নেকটার আইসিটি প্রশিক্ষণ বগুড়া নিয়োগ পেতে কোন পদে কত টাকা জমা দিতে হবে-

ক) এক থেকে ছয় নং পদের জন্য ৬০০ টাকা আবেদন ফি এবং ৬৭ টাকা সার্ভিস চার্জ সহ মোট ৬৬৭ টাকা।
খ) পাঁচ থেকে আট নং পদের জন্য ২০০ টাকা আবেদন ফি এবং ২৩ টাকা সার্ভিস চার্জ সহ মোট ২২৩ টাকা।
গ) নয় থেকে এগার নং পদের জন্য ১০০ টাকা আবেদন ফি এবং ১২ টাকা সার্ভিস চার্জ সহ মোট ১১২ টাকা ।

নেকটার আইসিটি প্রশিক্ষণ বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অনুসারে আবেদনের সময়সীমা-

ক) আবেদন শুরুর তারিখ ও সময়- ১লা নভেম্বর ২০২২ ইং তারিখ সকাল ১০টা।
খ) আবেদন জমা দেওয়া শেষ সময়- ৩০ শে নভেম্বর ২০২২ ইং তারিখ বিকাল ৫টা।

নেকটার আইসিটি প্রশিক্ষণ বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২

নেকটার আইসিটি প্রশিক্ষণ বগুড়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *