পানি সম্পদ পরিকল্পনা সংস্থা- বিভিন্ন পদে অস্থায়ী ভিত্তিতে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা ঢাকা বিভাগ ব্যতিত ৭টি বিভাগীয় জেলা কার্যালয়ের জন্য জনবল নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ঢাকা বিভাগের প্রার্থী ব্যতিত বাংলাদেশের অন্যান্য বিভাগের স্থায়ী নাগরিকগণ অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পদের নাম- উপ-সহকারী প্রকৌশলী/কার্টোগ্রাফার
বিভাগ ভিত্তিক পদ সংখ্যা- ১৪ জন (ঢাকা বিভাগ ব্যতিত অন্যান্য প্রতি বিভাগ থেকে ২ জন করে)
বেতন গ্রেড- ১০ (দশ)
বেতন স্কেল- ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা- পুরকৌশলে ডিপ্লোমাসহ কার্টোগ্রাফিতে ৫ বছরের অভিজ্ঞতা
২. পদের নাম- হিসাব রক্ষক
বিভাগ ভিত্তিক পদ সংখ্যা- ০৭ জন (ঢাকা বিভাগ ব্যতিত অন্যান্য প্রতি বিভাগ থেকে ১ জন করে)
বেতন গ্রেড- ১৪ (চৌদ্দ)
বেতন স্কেল- ১০,২০০ – ২৪,৬৮০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা- দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ সরকারি/আধা সরকারি সংস্থায় ৫ বছরের অভিজ্ঞতা
৩. পদের নাম- অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
বিভাগ ভিত্তিক পদ সংখ্যা- ০৭ জন (ঢাকা বিভাগ ব্যতিত অন্যান্য প্রতি বিভাগ থেকে ১ জন করে)
বেতন গ্রেড- ১৬ (ষোল)
বেতন স্কেল- ৯,৩০০ – ২২,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা- কোন অনুমোদিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী।
৪. পদের নাম- অফিস সহায়ক
বিভাগ ভিত্তিক পদ সংখ্যা- ০৭ জন (ঢাকা বিভাগ ব্যতিত অন্যান্য প্রতি বিভাগ থেকে ১ জন করে)
বেতন গ্রেড- ২০ (বিশ)
বেতন স্কেল- ৮,২৫০ – ২০,০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা- কোন অনুমোদিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পানি সম্পদ পরিকল্পনা সংস্থা-য় আবেদনের জন্য প্রার্থীর বয়স (সকল পদের জন্য)-
• ১৬ ফেব্রুয়ারী ২০২২ ইং তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বৎসর এবং সর্বোচ্চ ৩০ বৎসর হতে হবে।
• মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বয়স ১৮ বৎসর থেকে ৩২ বৎসর পর্যন্ত শিথিল করা হয়েছে।
বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এ চাকরি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ সহযোগী অধ্যাপক পদে
অর্ধ লক্ষ টাকা বেতনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি
পানি সম্পদ পরিকল্পনা সংস্থা-য় আবেদনের শর্তাবলী-
- আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী http://warpo.teletalk.com.bd এবং http://warpo.gov.bd/ ওয়েবসাইট অনুসরণ পূর্বক সম্পন্ন করতে হবে।
- শিক্ষা জীবনে কোন পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমমানের জিপিএ প্রাপ্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন না।
- সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় আবেদনে উল্লেখিত সকল সনদপত্র/প্রত্যয়নপত্র, অভিজ্ঞতার সনদ, জন্ম নিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র এবং বিভিন্ন কোঠার প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র/প্রত্যয়নপত্রের মূলকপি সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে।
- প্রার্থীর সদ্য তোলা ০৪ (চার) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি সঙ্গে আনতে হবে।
- প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র মিথ্যা প্রমাণিত হলে তার প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে।
পানি সম্পদ পরিকল্পনা সংস্থা-য় আবেদনের নিয়মাবলী-
- আবেদনকারীগণ http://warpo.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
- অনলাইনে আবেদনপত্র সাবমিট করার ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে আবেদনকারীগণ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
- অনলাইনে আবেদন করার সময় ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ: ৩০০ x ৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ: ৩০০ x ৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ কিলোবাইট এর মধ্যে হতে হবে।
- আবেদনপত্র অনলাইনে সাবমিট করার পর আপনাকে User ID সহ একটি Applicant’s copy দেওয়া হবে। উক্ত কপিটি সংরক্ষণ করে রাখবেন। কারণ পরবর্তীতে উক্ত User ID কাজে লাগবে।
- পরীক্ষার ফি প্রদানের জন্য যে কোন টেলিটক প্রি-পেইড সিম থেকে এসএমএস এর মাধ্যমে টাকা জমা দিতে হবে। এজন্য ২টি ধাপে এসএমএস পাঠাতে হবে।
কোন পদে কত টাকা জমা দিতে হবে-
পদের নাম | পরীক্ষার ফি | টেলিটক চার্জ | মোট টাকা |
উপ-সহকারী প্রকৌশলী/কার্টোগ্রাফার | ৫০০/- টাকা | ৬০/- টাকা | ৫৬০/- টাকা |
হিসাব রক্ষক | ৪০০/- টাকা | ৪৮/- টাকা | ৪৪৮/- টাকা |
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর | ৪০০/- টাকা | ৪৮/- টাকা | ৪৪৮/- টাকা |
অফিস সহায়ক | ৩০০/- টাকা | ৩৬/- টাকা | ৩৩৬/- টাকা |
পানি সম্পদ পরিকল্পনা সংস্থা-য় এসএমএস পাঠানোর নিয়মাবলী-
প্রথম এসএমএস: WARPO<space>User ID লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। প্রথম এসএমএস পাঠানোর পরে পিন নম্বর সহ একটি রিপ্লাই এসএমএস আসবে আপনার মোবাইলে।
দ্বিতীয় এসএমএস: WARPO<space>YES<space>PIN লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। দ্বিতীয় এসএমএস পাঠানোর পরে Password সহ একটি Congratulations ম্যাসেজ আসবে। User ID এবং Password টি সংরক্ষণ করে রাখবেন। পরবর্তীতে অনলাইন থেকে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার জন্য উক্ত User ID এবং Password লাগবে। ডাউলোডকৃত প্রবেশপত্র লিখিত এবং মৌখিক পরীক্ষার সময় সাথে নিয়ে যেতে হবে।
আবেদনপত্রে ব্যক্তিগত যে মোবাইল নম্বরটি উল্লেখ করেছেন সেই নম্বরে পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য ম্যাসেজের মাধ্যমে জানানো হবে। সেজন্য মোবাইল নম্বরটি সব সময় সচল রাখবেন এবং মাঝে মাঝে এমএমএস পর্যবেক্ষণ করবেন।
3 thoughts on “পানি সম্পদ পরিকল্পনা সংস্থা-য় বিভিন্ন পদে চাকরি”