প্রাণিসম্পদ অধিদপ্তরে নিয়োগ-২০২২

প্রাণিসম্পদ অধিদপ্তরে নিয়োগ: বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে অস্থায়ী রাজস্ব খাতে নব্য সৃজনকৃত একাধিক শূণ্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানটি ১৬ এবং ২০ বেতন গ্রেডে ৫২ কর্মী নিয়োগ প্রদান করিবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা সাপেক্ষে অনলাইনে প্রয়োজনীয় তথ্যের ভিত্তিতে আবেদন ফরম পূরণ করে আবেদন করতে পারবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরে নিয়োগ

নিয়োগকারী প্রতিষ্ঠানবাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তর
জব ক্যাটাগরি০৩ (তিন)
মোট নিয়োগ৫২ (বাহান্ন)
বেতন গ্রেড১৬ এব ২০
বয়সীমা১৮ বছর থেকে ৩০ বছর
আবেদন শুরু২৯শে সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ সকাল ১০:০০টা
আবেদন শেষ সময়২৮শে অক্টোবর ২০২২ ইং তারিখ বিকাল ৩:০০ টা
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদনের লিংকhttp://job.dls.gov.bd/
প্রাণিসম্পদ অধিদপ্তরে নিয়োগ

প্রকাশিত আবেদন সংক্রান্ত সকল শর্তাবলী জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে:

প্রাণিসম্পদ অধিদপ্তরে নিয়োগ

যোগ্যতা সাপেক্ষে যে সকল পদে প্রাণিসম্পদ অধিদপ্তরে নিয়োগ দেওয়া হবে:

পদের নাম: ল্যাবরেটরি টেকনিশিয়ান
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক বা সমমান পাস।
পদ সংখা: ২৪ (চব্বিশ)

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
শিক্ষাগত যোগ্যতা: যে কোন উচ্চ মাধ্যমিক বা সমমান পাস।
পদ সংখা: ২৩ (তেইশ)

পদের নাম: ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি পাস।
পদ সংখা: ০৫ (তেইশ)
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের মাধ্যম:

প্রাণি সম্পদ অধিদপ্তর এর ওয়েবসাইট http://job.dls.gov.bd/ মাধ্যমে আবেদন করতে হবে। পরিক্ষার স্থান, সময় এবং পরিক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্যাদি জানতে http://job.dls.gov.bd/ ওয়েবসাইট এ ভিজিট করতে হবে।

আবেদন ফি:

ট্রেজারী চালান এর মাধ্যমে আবেদন ফি বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংক এ মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ ঢাকা বরাবর ১-৪৪৪১-০০০০-২০৩১ কোডে জমা দিতে হবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য ২০০ টাকা এবং ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট এর জন্য ১০০ টাকা জমা দিতে হবে। ট্রেজারি চালানের নম্বর সহ, তারিখ ব্যাংকের নাম ও ঠিকানা উল্লেখ পূর্বক অনলাইনে পূরণ করে চালানের স্ক্যান কফি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

সরকারী বেসরকারী চাকুরী সম্পর্কে জানতে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *