ফেয়ার প্যাটার্ন ইনকর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি

তথ্য প্রযুক্তি এবং, উৎপাদন, শিক্ষা, ইকমার্স, খুচরা ও বেলাশবহুন স্থান,  ফাইন্যান্সের প্রধান ফরচুন ৫০০ কোম্পানির পেশাদার পরিষেবা সর্বরাহকারী প্রতিষ্ঠান ফেয়ার প্যাটার্ন ইনকর্পোরেশন জনবল নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞাপ্তিতে PHP Background সম্পূর্ণ PHP তে দক্ষ PHP ডেভোলপার ও অ্যাগরিদম ডেভোলপার নিয়োগ এর বিষয় উল্লেখ করেছে।

ফেয়ার প্যাটার্ন ইনকর্পোরেশন নিয়োগ

নিয়োগকারী প্রতিষ্ঠানফেয়ার প্যাটার্ন ইনকর্পোরেশন
ক্যাটাগরি০১ (এক)
জব টাইটেলফুল স্টক ডেভোলপার
মোট নিয়োগঅনির্ধারিত
আবেদনের মাধ্যমঅফলাইন (ইমেইল অথবা বিডি জব্স)
আবেদন ফরম এর লিংকriyan@fairpattern.com অথবা https://jobs.bdjobs.com/
আবেদনপত্র শেষ সময়২৮শে অক্টোবর ২০২২
আবেদনকারীর বয়স২৮ থেকে ৪৫ বছর পর্যন্ত
বেতনআলোচনা সাপেক্ষে
জবের উৎসবিডি জব্স
জব লোকেশনবাংলাদেশের যে কোন স্থানে
অভিজ্ঞতা৪ থেকে ৬ বছর
শিক্ষাগত যোগ্যতাব্যাচেলর অফ সাইন্স (বিএসসি)
কাজের ধরনরিমোট ওয়ার্ক
অন্যান্য সুযোগ সুবিধাকাজের ফারপরমেন্স বোনাস, সপ্তাহে ২ দিনের ছুটি, অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত বেতন।
বেসরকারী জব

আবেদন প্রক্রিয়া: riyan@fairpattern.com এই ইমেইলে কারিকুলাম ভাইটা (সিভি) পাঠাতে হবে। অথবা বিডি জব্স এর সাইটে গিয়ে মাই বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে।

সরকারী বেসরকারী চাকুরী সম্পর্কে জানতে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *