আর্মি মেডিকেল কলেজ বগুড়ায় শিক্ষক নিয়োগ

আর্মি মেডিকেল কলেজ বগুড়ায় শিক্ষক নিয়োগ

আর্মি মেডিকেল কলেজ বগুড়া- অধ্যাপক/সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে বগুড়া আর্মি মেডিকেল কলেজ এ জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীগণ নিম্নে উল্লেখিত শর্তাবলী পূরণ করে আবেদন সহ প্রয়োজনীয় কাগজপত্র অত্র কলেজের ঠিকানায় ডাকযোগ বা সরাসরি পাঠাতে পারবেন।

নিম্নলিখিত বর্ণনানুযায়ী আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন-

পদের নামপদের সংখ্যাবিভাগ
অধ্যাপক০১ (এক) টিফিজিওলজী
সহকারি অধ্যাপক০১ (এক) টিফিজিওলজী
অধ্যাপক/সহকারি অধ্যাপক০১ (এক) টিকমিউনিটি মেডিসিন
অধ্যাপক/সহযোগী অধ্যাপক০১ (এক) টিফরেনসিক মেডিসিন
অধ্যাপক/সহকারি অধ্যাপক০১ (এক) টিফার্মাকোলজী
সহকারি অধ্যাপক০১ (এক) টিমাইক্রোবায়োলজী
অধ্যাপক/সহযোগী অধ্যাপক০১ (এক) টিপ্যাথলজী
সহকারি অধ্যাপক০১ (এক) টিপ্যাথলজী
অধ্যাপক/সহযোগী অধ্যাপক০১ (এক) টিইউরোলজী
অধ্যাপক/সহযোগী অধ্যাপক০১ (এক) টিনিউরো সার্জারী

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এ অভিজ্ঞতা ছাড়াই চাকরি

সোনারগাঁ হোটেলে আকর্ষণীয় বেতনে ৫টি পদে চাকুরী

আবেদনকারীর বয়স –

• অধ্যাপক/সহযোগী অধ্যাপক পদের জন্য অনুর্ধ্ব ৬০ বছর
• সহকারি অধ্যাপক পদের জন্য অনুর্ধ্ব ৫২ বছর

বেতন- প্রতিটি পদের জন্য অত্র কলেজের বেতন কাঠামো অনুযায়ী বেতন প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা- বিএমএন্ডডিসি’র নীতিমালা অনুযায়ী যোগ্যতা লাগবে।

বগুড়া আর্মি মেডিকেল কলেজআবেদন করতে যা যা প্রয়োজন-

  • কম্পিউটারে কম্পোজকৃত আবেদন পাঠাতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতা সকল সনদের ফটোকপি।
  • অভিজ্ঞতা সনদের ফটোকপি
  • ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি।
  • Personal Information (Teacher) ফরম http://amcbogra.edu.bd/staff-application/ লিংক থেকে থেকে ডাউনলোড করে পূরণ করে পাঠাতে হবে।
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৫ কপি ল্যাব প্রিন্ট ছবি।
  • ১০০০/- টাকার ব্যাংক ড্রাফট্/পে-অর্ডার বগুড়া সেনানিবাস শাখার ট্রাস্ট ব্যাংক লিঃ এর চীফ এ্যাডমিনিস্ট্রেটর, আর্মি মেডিক্যাল কলেজ বগুড়া বরাবর পাঠাতে হবে।
  • খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
  • অসম্পূর্ণ বা ত্রুটিযুক্ত আবেদন বাতিল বলে গণ্য হবে এবং নির্ধারিত সময়ের পরে আবেদন গ্রহণযোগ্য হবে না।
  • চাকুরীরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তি পত্র সহ আবেদন করতে হবে।
  • নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয় মোবাইলে ম্যাসেজের মাধ্যমে জানানো হবে।
  • নিয়োগ প্রদানকারী কর্তৃপক্ষ যে কোন আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
  • নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

আবেদন জমা দেওয়ার শেষ সময়- ৩১ ডিসেম্বর ২০২১

বগুড়া আর্মি মেডিকেল কলেজ এর ঠিকানায় আবেদন পাঠাতে হবে-

চীফ এ্যাডমিনিস্ট্রেটর
আর্মি মেডিকেল কলেজ, বগুড়া
বগুড়া সেনানিবাস, বগুড়া

3 thoughts on “আর্মি মেডিকেল কলেজ বগুড়ায় শিক্ষক নিয়োগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *