BSMR Maritime University
বঙ্গবন্ধ শেখ মুজিবর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে (BSMR Maritime University) নিয়োগ-২০২২: শিক্ষক নিয়োগ বিজ্ঞাপ্তি প্রকাশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি (BSMR Maritime University)। BSMR Maritime University ৪ ও ৬ বেতন গ্রেড এর ছয়টি বিভাগে অধ্যাপক নিবে। বাংলাদেশের এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক নেওয়া। যোগ্যতা পূরন সাপেক্ষে আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে।
বঙ্গবন্ধ শেখ মুজিবর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে নিয়োগ-২০২২
নিয়োগকারী প্রতিষ্ঠান | বঙ্গবন্ধ শেখ মুজিবর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে (BSMR Maritime University) |
ক্যাটাগরি | ০৬ (দুই) |
মোট নিয়োগ | ৬ জন |
আবেদনের মাধ্যম | অফলাইন |
আবেদন ফরম এর লিংক | https://bsmrmu.edu.bd |
আবেদনপত্র জমা দেওয়ার তারিখ | ২০ নভেম্বর ২০২২ |
আবেদনকারীর বয়স | অনুর্ধ্ধ ৩০ (তবে সহযোগী অধ্যাপকের ক্ষেত্রে বয়স অনির্ধারিত) |
বেতন গ্রেড | ৪ও ৬ (সহযোগী অধ্যাপকের বেতন গ্রেড-৪ এবং প্রভাষকদের বেতন গ্রেড-৯) |
বেতন | ক্যাটগরি অনুযায়ী ভিন্ন ভিন্ন |
যে সকল শূণ্য পদে যোগ্যতা পূরন সাপেক্ষে BSMR Maritime University নিয়োগ প্রদান করো হবে:
পদের নাম: সহযোগী অধ্যাপক
বিভাগ: মেরিন ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার

পদের নাম: সহকারী অধ্যাপক
বিভাগ: মেরিটাইম সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ

পদের নাম: সহকারী অধ্যাপক
বিভাগ: মেরিটাইম ল অ্যান্ড পলিসি

পদের নাম: সহকারী অধ্যাপক
বিভাগ: নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং

পদের নাম: সহকারী অধ্যাপক
বিভাগ: হারবার অ্যান্ড রিভার ইঞ্জিনিয়ারিং

পদের নাম: সহকারী অধ্যাপক
বিভাগ: ইনস্টিটিউট অব প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ

আবেদন প্রক্রিয়া: প্রার্থীর নিজ হস্তে পূরণকৃত আবেদনপত্র, সকল শিক্ষাগত সনদ ও অন্যান্য সনদ ৭ কপি ডাকযোগে BSMR Maritime University টির ঠিকানা বরাবর সরাসরি পাঠাতে হবে। আবেদন প্রেরনের ঠিকনা: রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, পল্লবী, মিরপুর-১২, ঢাকা-১২১৬। আবেদন ফি ব্যাংক ড্রাফট বা পে অর্ডার এর মাধ্যমে জমা দিতে হবে। আবেদন ফি ৬০০ টাকা যে কোন তফসিলি ব্যাংক এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ফান্ডের অনুকূলে পাঠাতে হবে।

বাংলাদেশের সরকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মেরিটাইম বিশ্ববিদ্যালয় ৩৭ তম। অবস্থানের দিক থেকে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় হলেও বিশ্বের ১২তম। এ বিশ্ববিদ্যালয় হতে আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যাচেলর অব মেরিটাইম সায়েন্স ডিগ্রি দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ২০১৩ সনে। উচ্চ শিক্ষার জন্য এটিই প্রথম এবং একমাত্র বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয়।
সরকারী বেসরকারী চাকুরী সম্পর্কে জানতে ক্লিক করুন।
bangabandhu sheikh mujibur rahman maritime university
bongobondhu maritime university
bsmr maritime university bangladesh
bsmr maritime university bangladesh