বন বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | bon bivag job circular 2022: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের বন সংরক্ষকের কার্যালয় চট্টগ্রাম অঞ্চলে বন পাহাড়, নন্দনকানন, চট্টগামে রাজস্ব খাতভুক্ত একাধিক ক্যাটগরিতে ৮৩টি শূণ্য পদে জনবল নিয়োগ এর বিজ্ঞাপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বন বিভাগ। পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এর অধীনস্ত এই প্রতিষ্ঠানটি বন সংরক্ষনের জন্য কর্মী নিয়োগ প্রদান করবে। যোগ্যতা অনুযায়ী কেবল মাত্র বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবে। আবেদন করতে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
বন বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | bon bivag job circular 2022
https://alorkuthir.com/ আলোর কুঠির ডট কম মানুষের দৈনন্দিন প্রয়োজনীয়তার কথা বলে। যেমন- চাকরি, কম্পিউটার শিক্ষা, স্বাস্থ্য টিপস, সৌন্দর্য্য ও ফিটনেস, বাংলাদেশের দর্শনীয় স্থান ইত্যাদি বিষয় সম্পর্কে তথ্য দিয়ে মানুষের সেবা করার প্রচেষ্টা করে যাচ্ছে। তাই আলোর কুঠিরের সঙ্গে থাকুন এবং অন্যদের নিকট আমাদের সেবা পৌঁছাতে আমাদের সাইটটিকে সকলের সাথে শেয়ার করুন।
বন বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (bon bivag job circular 2022) উল্লেখিত পদ এবং উক্ত পদের আবেদনের যোগ্যতা:
১. পদের নাম: ফরেস্ট গার্ড (বনপ্রহরী)
পদ সংখ্যা: ৭৫ (পচাত্তর)
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশের যে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস।
শারেরিক যোগ্যতা: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি বা ১৬৩ সেন্টিমিটার। বুকের মাপ ২৯ ইঞ্চি বা ৭৬ সেন্টিমিটার।
বেতন গ্রেড: ১৭ (সতের)
বেতন স্কেল: ৯,০০০ টাকা- ২০,৮০০ টাকা।
২. পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ৮ (আট)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমান পাস।
শারেরিক যোগ্যতা: সুস্বাস্থের অধিকারী হওয়া লাগবে।
বেতন গ্রেড: ২০ (বিশ)
বেতন স্কেল: ৮,২৫০ টাকা- ২০,০১০ টাকা।
বন বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | bon bivag job circular 2022 অনুযায়ী আবেদনকারীর বয়স:
ক) সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ৩১শে অক্টোবর ২০২২ ইং তারিখ অর্থাৎ আবেদন পত্র গ্রহনের শুরুতে যাদের বয়স ১৮ বছর হতে ৩০ বছর পর্যন্ত।
খ) শারেরিক প্রতিবন্ধী, বীরমুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে উক্ত তারিখে বয়স ৩২ বছর।
গ) আবেদন করতে আগ্রহী যে সকল সাধারণ প্রার্থীদের বয়স ২৫শে মার্চ ২০২০ সালে বয়স ৩০ এবং কোটায় আবেদনকারীদের বয়স ৩২ বছর তারাও আবেদন করতে পারবে।
বন বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ – bon bivag job circular 2022 তে যে সকল জেলার লোকজন আবেদন করতে পারবে:
চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী চট্টগ্রাম বিভাগের এইসব জেলার স্থায়ী নাগরিকগন আবেদন করতে পারবে। তবে শারেরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে চট্টগাম বিভাগের সকল জেলার বাসিন্দারা আবেদন করতে পারবে।
বন বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (bon bivag job circular 2022) তে যেভাবে আবেদন করবেন:
ক) আবেদন করতে আগ্রহী প্রার্থীদের অনলাইনে বন বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় এর নিজস্ব ওয়োবসাইটে আবেদন করতে হবে।
খ) আবেদন পত্রে প্রদানকৃত সকল তথ্য নির্ভূল, সত্যা ও সঠিকভাবে প্রদান করতে হবে। আবেদন পত্র সাবমিট করার আগে অবশ্যই আবেদনপত্রে প্রদানকৃত তথ্য শিক্ষাগত সনদ ও ভোটার আইডির সাথে সমানজস্য আছে কিনা তা চেক করে পরে আবেদন পত্র সাবমিট করতে হবে।
গ) অনলাইনে আবেদন করার সময় সদ্য তুলা ৩০০ও৩০০ পিক্সেল এর রঙ্গিন ছবি আপলোড করতে হবে। ৩০০ ও ৮০ পিক্সেল এর স্বচ্ছ ক্লিয়ার স্বাক্ষর আপলোড করতে হবে।
বন বিভাগে আবেদন সংক্রান্ত সমস্যা সমাধান করবেন যেইভাবে:
ঘ) আবেদন সংক্রান্ত যে কোন জঠিলতার জন্য alljobs.query@teletalk.com.bd ইমেইল বা টেলিটক নাম্বার হতে ১২১ এ ফোন করে সামাধান করতে হবে। এছাড়াও ফেইজবুক মেসেঞ্জার হতে টেলিটক জব পোর্টাল পেইজ মেসেজ দিয়ে সামাধান করা যাবে। তবে ফেইজবুক মেসেজ বা ইমেলে যোগাযোগ করতে হলে অবশ্যই সাবজেক্টে প্রতিষ্ঠানের নাম, আবেদনকৃত পদের নাম, মোবাইল নাম্বার ও ইউজার আইডি উল্লেখ করতে হবে।
বন বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | bon bivag job circular 2022) তে আবেদন করতে আবেদন ফি:
বন বিভাগ এর নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন ফি ১০০ টাকা এবং সার্ভিস চার্জ ১২ টাকা সহ মোট ১১২।
উক্ত টাকা টেলিটক ইউজার হতে পর পর দুইটি এসএমএস এর মাধ্যমে প্রদান করতে হবে।
অনলাইনে আবেদন করার অনাধিক ৭২ ঘন্টার মধ্যে আবেদন ফি প্রদান করতে হবে।
বন বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অনুযায়ী আবদনের সময়সীমা:
আবেদনপত্র সাবমিট করার শুরুর তারিখ ও সময়: ৩১শে অক্টোবর ২০২২ ইং তারিখ সকাল ৮:০০ ঘটিকা
আবেদনপত্র সাবমিট করার শেষ তারিখ ও সময়: ২০শে নভেম্বর ২০২২ই তরিখ বিকাল ৩:০০ ঘটিকা।
বন বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ আবেদন সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্য:
ক) অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর আবেদন পত্র ডাউলোড করে প্রিন্ট করতে হবে। এবং পরবর্তী কার্যবলী পরিচালনা করার জন্য তা সংরক্ষন করতে হবে।
খ) আবেদন ফি প্রদানের পর প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসে মাধ্যমে গ্রহনকৃত পাসওয়ার্ড ও আবেদন ফরমে ইউজার আইডি দিয়ে প্রবেশ পত্র ডাউনলোড করতে হবে।
গ) পরীক্ষা দেওয়ার সময় ডাউনলোডকৃত প্রবেশ পত্র প্রিন্ট করে নিয়ে যেতে হবে।
ঘ) আবেদন পত্রে প্রদানকৃত মোবাইল নাম্বারটি সব সময় সচল রাখতে হবে।
বন বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | bon bivag job circular 2022
