বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল- ২৫ নভেম্বর ২০২১ ইং তারিখে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ বিজ্ঞপিতে প্রকাশ করা হয়েছে গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ শীর্ষক প্রকল্পে অস্থায়ীভাবে হিসাব রক্ষক পদে জবনল নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা পূরণ সাপেক্ষে বাংলাদেশের সকল বৈধ নাগরিকগণ এই পদে আবেদন করতে পারবেন।
পদের নাম- হিসাব রক্ষক
বেতন স্কেল- ১৩ গ্রেড অনুযায়ী বেতন প্রদান করা হবে।
নিয়োগকারী প্রতিষ্ঠান- বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল
চাকুরীর ধরণ- ফুল টাইম
প্রার্থীর বয়স- ২৫ নভেম্বর ২০২১ ইং তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন।
অন্যান্য যোগ্যতা-
১. মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এর কাজ পরিচালনার দক্ষতা থাকতে হবে।
২. বাংলা টাইপিং এর দক্ষতা, ইন্টারনেট ও মেইলিং এর অভিজ্ঞতা।
৩. প্রকল্প কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এ আবেদনের নিয়মাবলী-
- এই ওয়েব সাইটে https://erecruitment.bcc.gov.bd প্রবেশ করে আবেদন করতে হবে।
- বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদে নিয়োগের জন্য আবেদন ফি হিসাবে ৩০০ টাকা জমা দিতে হবে।
- আবেদন ফি জমা দেওয়ার মাধ্যম- DBBL Mobile Banking অথবা bKash এর মাধ্যমে আবেদন ফি হিসাবে ৩০০ টাকা জমা দিতে হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের যে সকল কাগজপত্র দাখিল করতে হবে–
১. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
২. সকল শিক্ষাগত যোগ্যতা সনদ ও প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি।
৩. চাকুরীরত প্রার্থীদের কর্তৃপক্ষের অনুমতিপত্র পরবর্তীতে জমা দিতে হবে।
সোনারগাঁ হোটেলে আকর্ষণীয় বেতনে ৫টি পদে চাকুরী
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট একাধিক পদে চাকরির সুযোগ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে চাকুরির সুযোগ
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-এ বিভিন্ন পদে ১০৫ জনবল নিয়োগ
দাখিলকৃত কাগজপত্র ত্রুটিপূর্ণ, জাল, অসম্পূর্ণ বা অসত্য হলে আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে এবং নিয়োগ প্রদানকারী কর্তৃপক্ষ প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। নির্দিষ্ট সময়ে আবেদনপত্র জমা প্রদানে ব্যর্থ হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
One thought on “বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল হিসাব রক্ষক পদে নিয়োগ দিবে”