বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ-২০২২: বেসামরিক পদে জনবল নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী ৯ ক্যাটাগরিতে ১৬৭ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা অনুযায়ী আগ্রহী প্রার্থীরা কেবলমাত্র অনলাইনে আবেদন করতে পারবে।
বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ-২০২২
নিয়োগকারী প্রতিষ্ঠান | বাংলাদেশ নৌবাহিনী। |
জব ক্যাটাগরি | ০৯ (নয়) |
মোট নিয়োগ | ১৬৭ জন |
বেতন গ্রেড | ১৩ এব ১৯ |
বয়সীমা | ১৮ বছর থেকে ৩০ বছর |
আবেদন শুরু | ২৯শে সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ সকাল ১০:০০টা |
আবেদন শেষ সময় | ২৩শে অক্টোবর ২০২২ ইং তারিখ বিকাল ৩:০০ টা |
আবেদনের মাধ্যম | অনলাইন |
আবেদনের লিংক | http://bndcp.teletalk.com.bd/ |
প্রকাশিত আবেদন সংক্রান্ত সকল শর্তাবলী জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে:

আবেদনের মাধ্যম: আবেদনে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট http://bndcp.teletalk.com.bd/ এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন সংক্রান্ত সকল তথ্য http://bndcp.teletalk.com.bd/ এই ওয়েবসাইট হতে পাওয়া যাবে। আবেদন করতে কোন সমস্যা হলে যে কোন মোবাইল অপারেটর হতে ০১৫০০-১২১১২১ নম্বরে অথবা টেলিটক অপারেটর হতে ১৩১ করতে পারবে। vas.query@teletalk.com.bd এবং alljobs.query@teletalk.com.bd মেইলে এর মাধ্যমেও যোগাযোগ করা যাবে। তবে মেইলের ক্ষেতে মেইল সাবজেস্টে প্রতিষ্ঠান ও পদের নাম, ইউজার আইডি সহ যোগাযোগ মোবাইল নাম্বার উল্লেখ থাকা লাগবে।
আবেদন ফি: অনলাইন আবেদন সাবমিট করার পর আবেদন আইডি উল্লেখ করে বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি টেলিটক ইউজারের মাধ্যমে এসএমএস দিয়ে জমা প্রদান করিতে হবে। উক্ত সময়ের মধ্যে আবেদন ফি জমা না দিলে আবেদন পত্র বাতিল হইবে।
সরকারী বেসরকারী চাকুরী সম্পর্কে জানতে ক্লিক করুন।