বাংলাদেশ পুলিশে নিয়োগ- ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে বাংলাদেশ পুলিশে নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উক্ত পদে ৪০০০ পুরুষ ও মহিলা নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা পূরণ সাপেক্ষে দেশের সকল জেলার প্রার্থীগণ বাংলাদেশ পুলিশে নিয়োগ এর জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বাংলাদেশ পুলিশ নিয়োগ 2022 এর বিজ্ঞপ্তিটি বাংলাদেশ পুলিশ এর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
আবেদনের সময়সীমা- ০২ই ফেব্রুয়ারি ২০২২ থেকে ২৮ই ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত।
পদের নাম- ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)
নিয়োগকারী প্রতিষ্ঠান | বাংলাদেশ পুলিশ |
জনবল নিয়োগের সংখ্যা | পুরুষ-৩৪০০, মহিলা-৬০০ জন |
চাকুরির ধরণ | সরকারি চাকুরি |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি/সমমান রেজাল্ট কমপক্ষে জিপিএ-২.৫ |
প্রার্থীর বয়স | ২৮ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখে ১৮ -২০ বছর |
বৈবাহিক অবস্থা | অবিবাহিত (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা নয়) |
আবেদনের মাধ্যম | অনলাইন |
আবেদনের জেলা সমূহ | বাংলাদেশের সকল জেলা |
বেতন ও গ্রেড | ২০১৫ সনের জাতীয় বেতন স্কেলের ১৭তম গ্রেড অনুযায়ী বেতন ৯,০০০-২১,৮০০/- টাকা |
অন্যান্য সুবিধা | বাংলাদেশ পুলিশ এর বিধি মোতাবেক অন্যান্য বেতন-ভাতাদি প্রদান করা হবে |
সরকারি অন্যান্য সার্কুলার দেখুন-
পানি সম্পদ পরিকল্পনায় নিয়োগ বিজ্ঞপ্তি
কৃষি গবেষনা ইনস্টিটিউটে ২৩৯ জনবল নিয়োগ
বাংলাদেশ পুলিশে নিয়োগ এর জন্য প্রার্থীর যোগ্যতা-
ক) পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি।
খ) ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি।
গ) নারী উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ ফুট ২ ইঞ্চি।
ঘ) বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রাসরিত অবস্থায় ৩৩ ইঞ্চি।
ঙ) মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে স্বাভাবিক মাপ ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি।
বাংলাদেশ পুলিশে নিয়োগ পেতে অনলাইনে আবেদন-
১) আবেদনকারীগণ সরাসরি এই লিংকে ক্লিক করে অনলাইনে আবেদন ফরম পূরণ করবেন।
২) আবেদনপত্র সাবমিট করার ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে আবেদনকারীকে সার্ভিস চার্জ বাবাদ (অফেরতযোগ্য) ৩০/- টাকা জমা দিতে হবে।
৩) অনলাইনে আবেদন করার সময় ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ: ৩০০ x ৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ: ৩০০ x ৮০ পিক্সেল।
৪) আবেদনপত্র অনলাইনে সাবমিট করার পর আপনাকে User ID সহ একটি Applicant’s copy দেওয়া হবে। উক্ত কপিটি সংরক্ষণ করে রাখবেন। কারণ পরবর্তীতে উক্ত User ID কাজে লাগবে।
৫) পরীক্ষার ফি প্রদানের জন্য যে কোন টেলিটক প্রি-পেইড সিম থেকে এসএমএস এর মাধ্যমে টাকা জমা দিতে হবে। এজন্য ২টি ধাপে এসএমএস পাঠাতে হবে।
এসএমএস পাঠানোর নিয়মাবলী-
প্রথম এসএমএস: TRC<space>User ID লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। প্রথম এসএমএস পাঠানোর পরে পিন নম্বর সহ একটি রিপ্লাই এসএমএস আসবে আপনার মোবাইলে।
দ্বিতীয় এসএমএস: TRC<space>YES<space>PIN Number লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। দ্বিতীয় এসএমএস পাঠানোর পরে Password সহ একটি Congratulations ম্যাসেজ আসবে। User ID এবং Password টি সংরক্ষণ করে রাখবেন। পরবর্তীতে অনলাইন থেকে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার জন্য উক্ত User ID এবং Password লাগবে। ডাউলোডকৃত প্রবেশপত্র লিখিত এবং মৌখিক পরীক্ষার সময় সাথে নিয়ে যেতে হবে।
আবেদনপত্রে ব্যক্তিগত যে মোবাইল নম্বরটি উল্লেখ করেছেন সেই নম্বরে পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য ম্যাসেজের মাধ্যমে জানানো হবে। সেজন্য মোবাইল নম্বরটি সর্বদা সচল রাখবেন এবং মাঝে মাঝে এমএমএস পর্যবেক্ষণ করবেন।
2 thoughts on “বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২”