বাংলাদেশ বিমান বাহিনী-তে অফিসার ক্যাডেট পদে জনবল নিয়োগ

বাংলাদেশ বিমান বাহিনী-তে অফিসার ক্যাডেট পদে জনবল নিয়োগ

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ- “অফিসার ক্যাডেট” পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। সাম্প্রতিক প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে উলেখ্য করা হয়েছে যোগ্যতা সম্পন্ন যে কোন বাংলাদেশী নাগরিক উক্ত পদে আবেদন করতে পারবেন।

পদের নাম- অফিসার ক্যাডেট

কর্ম সংস্থান   বাংলাদেশ বিমান বাহিনী
শাখা জিডি (পি), লজিস্টিক/ এটিসি/ এডিডব্লিউসি/ মিটিওরলজিক্যাল, ফিন্যান্স ও এ্যাডমিন
পদের সংখ্যাঅনির্ধারিত
চাকরির ধরণ        পূর্ণকালীণ
কর্মস্থলবাংলাদেশের যে কোন স্থানে
বেতন  প্রশিক্ষণ অবস্থায় ১০,০০০/-  (দশ হাজার) টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবী অনুযায়ী বেতন ভাতা প্রদান করা হবে।
আবেদন ফি১,০০০/- (এক হাজার) টাকা
আবেদনের মাধ্যমঅনলাইনে আবেদন করতে হবে
বয়স ১৬ বছর ৬ মাস থেকে শুরু ২২ বছর বয়সের মহিলা ও ‍পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে।
বৈবাহিক অবস্থাআবেদনকারীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
ওজনবয়স ও উচ্চতা অনুযায়ী

সরকারি অন্যান্য চাকরির খবর-

বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এ চাকরি

পানি সম্পদ পরিকল্পনা সংস্থা-য় বিভিন্ন পদে চাকরি

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এ নিয়োগ বিজ্ঞপ্তি

শিক্ষাগত যোগ্যতা-

  • ফিন্যান্স শাখায় আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ এবং গণিত/হিসাব বিজ্ঞানে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’। 
  • জিডি (পি) ও লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি/মিটিওরলজিক্যাল শাখায় আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (বিজ্ঞান) উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’।
  • অ্যাডমিন শাখায় আবেদনের জন্য উভয় পরীক্ষায় যেকোনো শাখায় জিপিএ ৪.৫০।

বাংলাদেশ বিমান বাহিনী-তে অফিসার ক্যাডেট পদে আবেদনকারীর শারিরীক গঠন- 

  • পুরুষ আবেদনকারীদের বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি এবং প্রসারণ ২ ইঞ্চি।
  • নারীদের ক্ষেত্রে বুকের মাপ কমপক্ষে ২৮ ইঞ্চি উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি এবং প্রসারণ ২ ইঞ্চি।

বাংলাদেশ বিমান বাহিনী-তে অফিসার ক্যাডেট পদে যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন না-

  • সেনা/নৌ/বিমান বাহিনী অথবা অন্য কোন সরকারি চাকরি হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ।
  • আইএসএসবি পরীক্ষায় দু’বার স্ক্রীন্ড আউট অথবা দু’বার প্রত্যাখ্যাত (একবার স্ক্রীন্ড আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবে)।
  • যে কোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত।
  • সিএমবি অথবা আপীল মেডিক্যাল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত।
  • ১৯ বছর বয়স হওয়ার পূর্বে ল্যাসিক গ্রহণযোগ্য হবে না।

বাংলাদেশ বিমান বাহিনী-তে অফিসার ক্যাডেট পদে অনলাইনে আবেদনের সময়সীমা-

  • ২৬শে অক্টোবর ২০২১ ইং তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে।
  • অনলাইনে আবেদন করার শেষ সময় ২৭শে ফেব্রুয়ারী ২০২২ইং তারিখ।

আগ্রহী প্রার্থীগণ বাংলাদেশ বিমান বাহিনী-র নিজস্ব ওয়েবসাইট https://joinairforce.baf.mil.bd এ প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *