মুখের দাগ দূর করার উপায়

মুখের দাগ দূর করার উপায়

ভূমিকা-

মুখের দাগ দূর করার উপায়- মানুষের চেহারার সৌন্দর্য্য নির্ভর করে মুখের গঠন ও ত্বকের কোমলতার উপর। আর এই সৌন্দর্য্যের বহিঃপ্রকাশক মুখে যখন কালো দাগ পড়ে তখন তা অনেক অস্বস্তিকর হয়ে যায়। পরিবেশের ধুলা ময়লা, প্রখর রোধ, ব্রণ, দূষণ ও চর্মরোগ সহ নানা কারনে মূখের ত্বকে কালো দাগ পড়ে। কিছু নিয়ম ও মুখের দাগ দূর করার উপায় মেনে চললে সহজেই তা থেকে দূরে থাকা যায় বা মুক্তি পাওয়া যায়।

বিষয়: মুখের দাগ দূর করার উপায়

যে সকল কারণে মুখে দাগ পড়ে তা থেকে দুরে থাকলে অথবা দাগ বসার পরপরেই তা দুর করতে ব্যবস্থা নিলে দাগ স্থায়ী হতে পারবে না। দাগ প্রাথমিক অবস্থায় তা দুর করতে প্রদক্ষেপ না নিলে পড়ে তা দুর করতে সময় লাগে। তাই অনেক সময় মুখের দাগ দূর করতে বাজারের দাগ উঠানের ক্রিম ব্যবহার করা হয়। বাজারের ক্রিম ব্যবহারে দাগ দূর হলেও ইহার অনেক পার্শ্ব প্রতিক্রিয়া থাকে যা পরবর্তীতে ত্বকের ক্ষতির কারণ হয়ে দাড়াতে পারে। তাই চেষ্ট করতে হবে প্রাকৃতিক উপায়ে কিভাবে ত্বকের দাগ দূর করা যায়। কারণ প্রাকৃতিক প্রক্রিয়ার মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া কম থাকে।

আলু-

আলু বাজারের কমদামী সহজ লাভ্য একটি সবজি যা দিয়ে সহজেই দূর করতে পারেন আপনার মুখের দাগ। আলুতে রয়েছে ক্যাটেকোলেজ নামক এনজাইম যা ত্বকের উজ্জলতা বৃদ্ধি সহ দাগ দূর করে। এছাড়াও আলু ত্বকের মেছতার কঠিন দাগও দূর করতে পারে। ব্যবহার প্রক্রিয়াও খুব সহজ। প্রথমে একটি আলু নেন এবং তা ভালো ভাবে পরিষ্কার করুন। আলুটি ভালভাবে গ্রেট করুন। গ্রেট করার পর মুখের ত্বকের উপর লাগান। কিছু সময় অপেক্ষা করে পরিষ্কার ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কমলালেবুর খোসা-

কমলালেবুর খোসায় ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড। ভিটামিন সি ত্বকের ক্ষত সহ দাগচোপ দূর করতে সাহায্য করে। কমলালেবুর খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে বা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে স্ক্রাব তৈরি করে নিন। এই স্ক্রাব ত্বকের মৃত কোষ পরিষ্কার করে এবং নতুন কোষ তৈরিতে সাহায্য করে। কমলালেবুর স্ক্রাবের সাথে লেবুর রসম মধু ও দুধ মিশিয়ে ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে। তৈরীকৃত স্ক্রাব মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন একবার করে ব্যবহার করলে ত্বকের কোমলতা ও উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং ত্বকের দাগ দূর হবে।

মুখের দাগ দূর করার উপায়

লেবুর রস-

লেবু রস অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং এতে রয়েছে প্রচুর ভিটামিন সি। ভিটামিন সি রোগ প্রতিরোধ বৃদ্ধি করে, ত্বকের ক্ষত সাড়াতে সাহায্য করে এবং ছত্রাক ব্যাক্টেরিয়া ধ্বংশ করে। তাই মুখের দাগ দূর করতে নিয়মিত লেবুর রস ব্যবহার করতে পারেন। এতে মুখের দাগ সৃষ্টিকারী ছত্রাক ও ব্যাক্টেরিয়া ধ্বংশ হয়ে যাবে এবং মুখের দাগ কমে যাবে। লেবুর রস হালকা পানির সাথে মিশিয়ে যে দাগ হয়েছে সে স্থানে বা সমস্ত মুখে লাগিয়ে নিন। মুখে লাগানোর পর ১৫-২০ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন।

নিয়মিত মুখ পরিষ্কার করা-

ত্বকে ধুলো ময়লা জমে ত্বকে লোমকুপ বন্ধ হয়ে ব্রনের সৃষ্টি হতে পারে। যা পরবর্তীতে দাগের কারণ হয়ে দাড়াবে। তাই নিয়মিত মুখ পরিষ্কার করুন।

ব্রণ না পাঠানো-

মুখে ব্রণ হলে অনেক সময় তা চুলকাতে শুরু করে। যার জন্য অনেকেই চাপ দিয়ে বা নখ দিয়ে তা পাঠিয়ে ফেলে।

যা পরবর্তীতে দাগের ক্ষত সহ দাগের সৃষ্টি হয়। তাই ব্রণ হলে তা না পাঠানোই ভালো।

শসা ও টমেটো-

শসা ও টমেটো ত্বকের আদ্রতা বাজায় রাখে এবং উজ্জ্বলতা বৃদ্ধি করে। একটি শসা নিয়ে ভালোভাবে গ্রেড করে নিন, এবং এতে সামান্য পরিমানে মধু সঠিক ভাবে মিশিয়ে মুখে লাগান। তারপর ধুয়ে ফেলুন। টমেটো গোল করে কেটে নিন এবং তা মুখে হালকাভাবে ঘষতে থাকুন। তারপর শুকানোর পর্যন্ত অপেক্ষা করুন। শুকানোর পর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন।

টপিক: মুখের দাগ দূর করার উপায়

পাকা পেঁপে-

মুখের দাগ দূর করতে পাকা পেঁপে ভালো কাজ করে । প্রথমে পাকা পেঁপের পেস্ট তৈরী করুন। পাকা পেঁপের পেস্ট মুখের উপার লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। পাকা পেঁপে পেস্টের সাথে সামান্য পরিমান লেবুর রস মিশিয়ে নিলে তা ভালো কাজ করবে।

চন্দন-

রূপচর্চায় অনেক দিন আগে হতেই চন্দন ব্যবহার হয়ে আসছে। এটি ব্রন ও ব্রনের দাগ দূর করে এবং ত্বকের বার্ধ্যকের চাপ কমিয়ে কোমলতা বাড়িয়ে দেয় সাথে উজ্জ্বলতাও বৃদ্ধি করে। দুই টেবিল চামচ চন্দনগুঁড়া পরিমান মত পানির সাথে মিশিয়ে ঘাড় মিশ্রণ তৈরী করে তা ত্বকে লাগান। ত্বকের ব্যবহার হারের ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। প্রতি সপ্তাহে সর্বোচ্চ দুইবার ব্যবহার করাই উত্তম।

ভিটামিন সি যুক্ত খাবার-

ভিটামিন সি যুক্ত খাবার গ্রহন করুন। ভিটামিন সি ক্ষত সড়াতে ও ত্বকের দাগ দূর করতে সাহায্য করে।

সবুজ শাক সবজি ও কাচা ফল ভিটামিন সির উৎস।

বেকিং সোডা-

প্রাকৃতি ব্লিচ ব্রণের দাগ দূর করতে সাহায্য করে। বেকিং সোডা প্রাকৃতিক ব্লিচের একটি উৎস। দুই টেবিল চামচ বেকিং সোডার অল্প পরিমান পানিতে মিয়ে যে সব স্থানে দাগ আছে তাতে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। শুকানোর পর পানি দিয়ে ভালো ভাবে ধুয়ে নিন।

সাবজেক্ট: মুখের দাগ দূর করার উপায়

তুলসি পাতা-

তুলসি পাতা আয়ুর্বেদিক গুণসমৃদ্ধ হওয়া তা ত্বকের যত্নে ভালো কাজ করে। ত্বকের কোমলতা বৃদ্ধি সহ ব্রণের দাগ সাড়াতে তুলসির রস দুর্দান্ত কাজ আসে।

অ্যালো ভেরা-

প্রাকৃতিক প্রতিষেধক হিসাবে অনেক যোগ আগে হতে অ্যালো ভেরা ব্যবহৃত হয়ে আসছে।

অ্যালো ভেরা ত্বকের প্রদাহ কমায়। নতুন কোষ তৈরী করে। ক্ষত শুকাতে সাহায্য করে।

যার ফলে আসতে আসতে ব্রণের দাগ দূর হয়ে যায়। প্রতিদিন কমপক্ষে দুই বার অ্যালো ভেরার জেল ত্বকে ব্যবহার করুন।

মুখের দাগ দূর করার উপায়

এতে ত্বকের কোমলতা ও উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং ব্রণের দাগ দূর হবে।

ত্বকে কি জন্য দাগ পড়ে-

১. ধুলো-ময়লা জমার কারনে।
২. ব্রণের কারণ
৩. ত্বকে চুলকানোর ফলে।
৪. নিয়মিত ত্বক পরিষ্কার না করলে।
৫. সূর্য হতে নিশ্রিত ক্ষতিকর রশ্নির প্রভাবে।
৬. বিভিন্ন প্রকার চর্মরোগের ফলে।
৭. বার্ধক্য জনিত কারেণে ।
৮. ময়লা যুক্ত তোয়ালে ব্যবহারের ফলে।
৯. বালিশের কভার ময়লা যুক্ত হলে।
১০. ছত্রাক ও ব্যাক্টেরিয়া জনিত কারণে।

চুল পড়ার কারণ ও প্রতিকার

খুশকি দূর করার উপায় ও খুশকি হওয়ার কারণ

শীতে ত্বকের যত্ন ও পরিচর্যা

ব্রণ দূর করার উপায় জেনে নিন

দাঁতের যত্ন নিন সুস্থ্য থাকুন

মুখে দুর্গন্ধ হলে করণীয় কি? হাদিসের আলোকে উত্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *