রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি-পয়েন্টসম্যান পদে

রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি-পয়েন্টসম্যান পদে

রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি- বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী “পয়েন্টসম্যান” পদে ৭৬২ জনবল নিয়োগ প্রদান করা হবে। রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি-তে উল্লেখ করা হয়েছে উক্ত পদে পাবনা ও লানমনিরহাট জেলা ব্যতিত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে রেলওয়ে পোষ্য, এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে যে সকল যোগ্যতা প্রয়োজন-

শিক্ষাগত যোগ্যতা :

কমপক্ষে এইচএসসি বা সমমান

আবেদনকারীর বয়স

  • ১৫ই নভেম্বর ২০২১ইং তারিখে যাদের বয়স ১৮ পূর্ণ হয়েছে এবং গত ২৫-০৩-২০২০ইং তারিখে যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে।
  • মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা ৩২ বছর করা হয়েছে।
  • বয়স সীমা নির্ধারনের জন্য আইডি কার্ড, জন্ম নিবন্ধন ও স্কুল সার্টিফিকেট প্রাধান্য দেওয়া হবে।
  • বয়স প্রমাণের জন্য এ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি-তে উল্লেখিত বেতন স্কেল ও গ্রেড-

বেতন স্কেল ৮,৮০০-২১,৩১০ টাকা। বেতন গ্রেড-১৮

আবেদনের সময়সীমা-

২৩ নভেম্বর ২০২১ ইং সকাল ১০টা থেকে ২৮ ডিসেম্বর ২০২১ ইং তারিখ বিকাল ৫টা পর্যন্ত।

আবেদন পদ্ধতি ও ফি

  • আবেদনকারীরা http://www.br.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
  • ফরম পূরনের তথ্য সার্টিফিকেট অনুযায়ী দিতে হবে।
  • ফরম পূরণের সময় ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ ৩০০ x ৩০০ পিক্সেল ও স্বাক্ষর এর সাইজ ৩০০ x ৮০ পিক্সেল এবং উভয়ই ১০০ কিলোবাইট এর কম হতে হবে।
  • আবেদন সাবমিট করার পর ইউজার আইডি সহ পিডিএফ ফাইল দেওয়া হবে। উক্ত ইউজার আইডি দিয়ে টেলিটক নম্বর হতে ৭২ ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৫৬ টাকা জমা দিতে হবে। ৭২ ঘন্টার মধ্যে টাকা জমা না দিলে আবেদন বাতিল বলে গন্য হবে।
  • আবেদনের ফরম পূরণের সময় প্রার্থী তার ব্যবহৃত মোবাইল নম্বর দিবেন। উক্ত নম্বরে পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য ম্যাসেজের মাধ্যমে জানানো হবে।
  • আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে টাকা জমা দিলে ফরমে উল্লেখিত মোবাইল নম্বরে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে। উক্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে http://br.teletalk.com.bd/admitcart.php ওয়েবসাইট থেকে প্রবেশ পত্র ডাউলোড করতে হবে। উক্ত প্রবেশপত্রটি লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সাথে নিয়ে যেতে হবে।
  • মৌখিক পরীক্ষা দেওয়ার সময় আবেদনপত্রের কপিসহ সকল সনদের মূল কপি এবং তার সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
  • সরকারী, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় চাকরীরত প্রতিষ্ঠান হতে অনাপত্তিকর ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
  • নাগরিকত্ব প্রমানের জন্য ইউপি চেয়ারম্যান/পৌরসভা মেয়র/সিটি কর্পোরেশন এর কাউন্সিলর কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদ জমা দিতে হবে।
  • মুক্তিযোদ্ধার কোঠার জন্য বীর মুক্তিযোদ্ধা সনদের মূল কপি জমা দিতে হবে।

সোনারগাঁ হোটেলে আকর্ষণীয় বেতনে ৫টি পদে চাকুরী

প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে একাধিক শূণ্য পদের চাকরির সুযোগ

বাংলাদেশ রেলওয়েতে যাঁরা কমপক্ষে ২০ বছর চাকরি করেছেন, তাঁদের সন্তানেরা পোষ্য কোঠার সুবিধা পাবেন।

নিয়োগ সংক্রান্ত যে কোন সরকারী সিদ্ধান্ত অনুসরণ করতে হবে। নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা কম বা বৃদ্ধি করতে পারে এবং বিজ্ঞপ্তি বাতিল বা সংশোধনের ক্ষমতা রাখে। এক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *