আন্তর্জাতিক সংস্থায় চাকরি: অলাভজনক আন্তর্জাতিক প্রতিষ্ঠান হেকস/এপার (HEKS/EPER)। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা হেকস/এপার (HEKS/EPER) বাংলাদেশের জনবল নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। হেকস/এপার (HEKS/EPER) সংস্থাটি জেন্ডার সেফগার্ডিং ম্যানেজার পদে জনবল নিয়োগ দিবে। হেকস/এপার (HEKS/EPER) সংস্থাটিতে অনলাইনে আবেদন করতে হবে। হেকস/এপার (HEKS/EPER) এ আবেদন করতে আগ্রহীরা তাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে হবে।
নিয়োগকারী প্রতিষ্ঠান | হেকস/এপার (HEKS/EPER) |
প্রতিষ্ঠানের ধরন | আন্তজাতিক সংস্থা |
সংস্থার ধরন | অলাভজনক |
মোট নিয়োগ | অনির্ধারিত |
চাকুরির ধরন | চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য) |
কর্মস্থল | কক্সবাজার |
বেতন | ১,২৫,৫৭৬–১,৩০,৩১৫ /- (মাসিক বেতন) |
আবদন করার শেষ তারিখ | ১০ই নভেম্বর ২০২২ ইং |
আবেদনের মাধ্যমে | অনলাইন |
বিজ্ঞপ্তির উৎস | বিডি জবস্ |
যোগ্যতা অনুযয়ী যে পদে হেকস/এপার (HEKS/EPER) কর্মী নিয়োগ দিবে
নিয়োগকৃত পদের নাম: জেন্ডার সেফগার্ডিং ম্যানেজার
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীর্কত বিশ্ব্যবিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি। (জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, সমাজবিজ্ঞান এর উপর)
অভিজ্ঞতা: উক্ত কাজের উপর কমপক্ষে চার বছরের কাজের অভিজ্ঞতা। তবে যারা শরণার্থীদের নিয়ে কাজ করছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। উপস্থাপনা সহ যোগাযোগ, আলোচনা ও প্রশিক্ষণ দানে দক্ষ হতে হবে।
অন্যান্য: কম্পিউটার পরিচালনায় দক্ষ হওয়া লাগবে। বাংলা ও ইংলেজি ভাষায় দক্ষ হতে হবে।
আবেদন যেভাবে
আন্তর্জাতিক সংস্থা হেকস/এপার (HEKS/EPER) চাকুরি করতে আগ্রহী প্রার্থীরা এইখানে ক্লিক করে আবেদন করতে পারবে।
পূবালী ব্যাংকে নিয়োগ -২০২২
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) তে জনবল নিয়োগ
বাংলাদেশ তাঁত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২