সেট বাংলায় চাকরি: বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহকারী বেসরকারী প্রতিষ্ঠান সেট বাংলা জনবল নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত বিজ্ঞপ্তি একাধিক শূণ্য পদে জনবল নিয়োগ দেওয়ার বিষয় উল্লেখ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে।
সেট বাংলায় চাকরি
নিয়োগকারী প্রতিষ্ঠান | সেট বাংলা |
প্রতিষ্ঠানের ধরন | বেসরকারী |
কোম্পনির ওয়েবসাইট | https://setbangla.com/en/ |
জব ক্যাটাগরি | ০১ (নয়) |
মোট নিয়োগ | ৩ জন |
জব টাইটেল | ইলেক্ট্রিশিয়ান |
বেতন গ্রেড | আলোচনা সাপেক্ষে |
চাকুরীর সময় | ফুল টাইম |
কাজের অভিজ্ঞতা | ২ বছর |
শিক্ষাগত যোগ্যতা | উচ্চ মাধ্যমিকি ইন ইলেক্ট্রিকেল বা ইলেক্ট্রোনিক |
কর্মস্থাল | বাংলাদেশের যে কোন জেলায় |
বয়সীমা | ১৮ বছর থেকে ৩০ বছর |
আবেদন শুরু | ২৭শে সেপ্টেম্বর ২০২২ ইং |
আবেদন শেষ সময় | ২৬শে অক্টোবর ২০২২ ইং |
চাকুরির উৎস | alljobs.teletalk.com.bd |
আবেদনের মাধ্যম | অনলাইন |
আবেদনের লিংক | https://alljobs.teletalk.com.bd |
কাজের দায়িত্ব:
কর্মস্থাল হতে কাজের জন্য ঢাকার যে কোন স্থানে ভ্রমন করতে হবে।
ট্রান্সফরমার রেকটিফার ইউনিট প্রস্তুত করতে হবে।
বিভিন্ন এলাকায় ক্যাথোডিক সুরক্ষা সিস্টেমের ইনস্টলেশন ও কমিশনিং এর কাজ করতে হবে।
যে কোন প্রকল্পের কাজ স্বাধীনভবে পরিচালনা করার ক্ষমতা থাকতে হবে।
বিভিন্ন বৈদ্যুতিক সংযোগ এবং ইলেকট্রিক সার্কিট এসেম্বলিং করা ও বুঝার ক্ষমতা থাকতে হবে।
সরকারী বেসরকারী চাকুরী সম্পর্কে জানতে ক্লিক করুন।