স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে শুন্য পদ পূরণের লক্ষ্যে ফার্মাসিষ্ট (ডিপ্লোমা) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ৬২৭ জনবল নিয়োগ প্রদান করা হবে। শুধুমাত্র বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ উক্ত পদে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদেরকে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
https://alorkuthir.com/ আলোর কুঠির ডট কম মানুষের দৈনন্দিন প্রয়োজনীয়তার কথা বলে। যেমন- চাকরি, কম্পিউটার শিক্ষা, স্বাস্থ্য টিপস, সৌন্দর্য্য ও ফিটনেস, বাংলাদেশের দর্শনীয় স্থান ইত্যাদি বিষয় সম্পর্কে তথ্য দিয়ে মানুষের সেবা করার প্রচেষ্টা করে যাচ্ছে। তাই আলোর কুঠিরের সঙ্গে থাকুন এবং অন্যদের নিকট আমাদের সেবা পৌঁছাতে আমাদের সাইটটিকে সকলের সাথে শেয়ার করুন।
স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অনুযায়ী যে পদে নিয়োগ দেওয়া হবে।
পদের নাম- ফার্মাসিস্ট (ডিপ্লোমা)
নিয়োগকৃত পদ সংখ্যা- ৬২৭
শিক্ষাগত যোগ্যতা- যে কোন স্বীকৃত কলেজ বা প্রতিষ্ঠান হতে ফার্মাসিতে ডিপ্লোমা ডিগ্রি। তফসিল -৩ অনুযায়ী স্বীকৃত পরীক্ষায় উত্তীর্ণ। বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল হতে রেজিষ্ট্রেশ প্রাপ্ত।
বেতন স্কেল– ১২,৫০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা।
বেতন গ্রেড- ১১ (এগার)
স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ আবেদন করতে আবেদন কারীর বয়সীমা:
ক) সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ০১লা নভেম্বর ২০২২ ইং তারিখে যাদের বয়স ১৮ বছর হতে ৩০ বছর।
খ) শারিরীক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ০১লা নভেম্বর ২০২২ ইং তারিখে ৩২ বছর।
বি:দ্র: বয়স প্রমাণ করা জন্য কোন প্রকার এফিডেভিট গ্রহন যোগ্য হবে না।
স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ তে আবেদন করার নিয়ম:
ক) যোগ্যতা অনুযায়ী বাংলাদেশের প্রকৃত ও স্থায়ী নাগরিকগণ স্বাস্থ্য অধিদপ্তর এর নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
খ) যেহেতু ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ আবেদন পত্র বাতিল করা হবে সেহেতু আবেদনপত্র সাবমিট করার আগে আবেদন ফরমে দাখিলকৃত সকল তথ্য চেক করে ভোটার আইডি ও শিক্ষাগত সনদের সাথে মিল রেখে সাবমিট করতে হবে।
গ) আবেদন ফরমে সদ্য তোলা ৩০০ ও ৩০০ পিক্সেল সাইজ এর রঙ্গিন ছবি আপলোড করতে হবে এবং ৩০০ ও ৮০ পিক্সেল এর ক্লিয়ার ব্রাকগাউন্ডের স্বাক্ষর আপলোড করতে হবে।
ঘ) আবেদন সংক্রান্ত সকল সমস্যা সমাধান করতে alljobs.query@teletalk.com.bd বা DGHSP.gov.bd@gmail.com ঠিকানায় মেইল করে অথাবা টেলিটক সিম হতে ১২১ নাম্বারে ফোন করতে হবে। মেইল করার সময় আবদেনকৃত পদের নাম, প্রতিষ্ঠানের নাম, ইউজার আইডি ও সচল যোগাযোগ নাম্বার মেইলের সাবজেক্টে লিখে যোগাযোগ করতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ তে আবেদন করতে আবেদন ফি:
ক) অনলাইনে আবেদন ফরম সাবমিট করার পর ৭২ ঘন্টার মধ্যে আবেদন ফি টেলিটক ইউজার হতে এসএমএস এর মাধ্যমে প্রদান করতে হবে।
খ) আবেদন ফি- ৩০০ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ৩৪ টাকা সহ মোট ৩৩৪ টাকা।
স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ তে আবেদন করার সময়সীমা:
আবেদন ফরম পূরন করার শুরু সময়: ১৭ই নভেম্বর ২০২২ ইং তারিখ সকাল ১০ ঘটিকা।
আবেদন ফরম পূরন করার শেষ সময়: ১৬ই ডেসেম্বর ২০২২ ইং তারিখ বিকাল ৫ ঘটিকা।
নিয়োগ বিজ্ঞপ্তি

স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ দেওয়া হবে কম্পিউটার অপারেটর
স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রকল্প বাস্তবায়ন-২ শাখার কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল ইউনিট এর নিজস্ব ওয়েবসাইটে কম্পিউটার অপারেটর এবং অফিস সহায়ক পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীগণ স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
নিম্নলিখিত যোগ্যতার ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ প্রদান-
পদের নাম | পদ সংখ্যা | বেতনক্রম | শিক্ষাগত যোগ্যতা | অভিজ্ঞতা |
ডাটা এন্ট্রি কাম ডাটা এনালিস্ট/কম্পিউটার অপারেটর | ০৯ (নয়) | ১৯,১১০ টাকা (গ্রেড-১৬) ক্যাটাগরি-১ | অনুমোদিত যে কোন বোর্ড থেকে এইচএসসি বা সমমান (নূন্যতম ২য় বিভাগ/জিপিএ-২.০০) | কম্পিউটারে কমপক্ষে ৬ মাস প্রশিক্ষণপ্রাপ্ত।কম্পিউটারে টাইপিং-এ প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ গতি সম্পন্ন।Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।সংশ্লিষ্ট কাজে সরকার স্বীকৃত/নিবন্ধিত প্রতিষ্ঠানে কমপক্ষে ০৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। |
অফিস সহায়ক | ১৬ (ষোল) | ১৭,৬১০ টাকা (গ্রেড-২০) ক্যাটাগরি-৫ | অনুমোদিত যে কোন বোর্ড থেকে এসএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ | সংশ্লিষ্ট কাজে সরকার স্বীকৃত/নিবন্ধিত প্রতিষ্ঠানে কমপক্ষে ০৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। |
সোনারগাঁ হোটেলে আকর্ষণীয় বেতনে ৫টি পদে চাকুরী
পল্লী উন্নয়ন একাডেমিতে অর্ধলক্ষ টাকা বেতনে চাকরি
নিম্নলিখিত শর্তাবলী অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ–
- ০১/১২/২০২১ইং তারিখে প্রার্থীর বয়স নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে।
- সরকারী/আধা সরকারী/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে।
- মৌখিক পরীক্ষার সময় আবেদন ফরম ও প্রবেশপত্র সহ সংশ্লিষ্ট সকল সনদের মূলকপি এবং অতিরিক্ত ০১ (এক) কপি সত্যায়িত করে দাখিল করতে হবে।
- সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন/প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ প্রদান করতে হবে।
- সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ প্রদান করতে হবে।
- জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের সত্যায়িত অনুলিপি প্রদান করতে হবে।
- নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগদাতা কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
- আবেদনকারী কর্তৃক প্রদানকৃত কোন তথ্য বা কাগজপত্র মিথ্যা প্রমাণিত হলে, তার আবেদন বাতিল বলে গণ্য হবে এবং নিয়োগদাতা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের নিয়মাবলী-
- http://cdc.teletalk.com.bd/apply.php লিংকটিতে প্রবেশ করে আবেদনকারী সরাসরি আবেদন করতে পারবেন। ডাকযোগে অথবা সরাসরি কোন আবেদন গ্রহণযোগ্য নয়।
- অনলাইনে আবেদন ফরম সাবমিট করার ৭২ ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে।
- আবেদনকারীর রঙিন ছবি ৩০০ x ৩০০ পিক্সেল এবং স্বাক্ষর ৩০০ x ৮০ পিক্সেল এর স্ক্যান কপি অনলাইনে আপলোড করতে হবে।
- অনলাইনে আবেদন করার পর পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য ফরমে উল্লেখিত মোবাইল নম্বরে জানিয়ে দেওয়া হবে। উক্ত নম্বরটি সবসময় চালু রাখতে হবে এবং মাঝে মাঝে ম্যাসেজ চেক করতে হবে।
- আবেদন ফরম অনলাইনে পূরণ করে সাবমিট করার পর User ID সহ একটি Applicant’s copy আসবে। উক্ত কপিটি লিখিত/মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
পরীক্ষার ফি প্রদানের প্রক্রিয়া-
যে কোন টেলিটক সিম থেকে দুইটি এসএমএস প্রদানের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। ডাটা এন্ট্রি কাম ডাটা এনালিস্ট/কম্পিউটার অপারেটর পদের জন্য ১১২/- (একশত বার) টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ৫৬/- (ছাপ্পান্ন) টাকা প্রদান করতে হবে।
প্রথম এসএমএস পাঠানোর নিয়ম- CDC<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
প্রথম এসএমএসটি Send করার পরে পিন নম্বর সহ একটি ম্যাসেজ আসবে এবং উক্ত পিন নম্বর দ্বিতীয় এসএমএস পাঠানোর সময় কাজে লাগবে।
দ্বিতীয় এসএমএস পাঠানোর নিয়ম- CDC<space>YES<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
দ্বিতীয় এসএমএস পাঠানো হলে Password সহ একটি Congratulation ম্যাসেজ আসবে। পরবর্তীতে উক্ত User ID এবং Password ব্যবহার করে অনলাইন থেকে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। লিখিত এবং মৌখিক পরীক্ষার সময় ডাউনলোডকৃত প্রবেশপত্রটি সাথে নিয়ে যেতে হবে। সূতরাং উক্ত User ID এবং Password সংরক্ষণ করে রাখবেন।
USER ID অথবা PASSWORD ভুলে গেলে বা হারিয়ে গেলে করণীয় কি?
http://cdc.teletalk.com.bd/options/invoice.php লিংকটিতে প্রবেশ করে আবেদনকারীর নাম, পিতার নাম এবং ফরমে ব্যবহৃত মোবাইল নম্বরটি লিখে সাবমিট করলে নতুন User ID সহ একটি এসএমএস আসবে।
http://cdc.teletalk.com.bd/options/pass.php লিংক-এ প্রবেশ করে User ID এবং ফরমে ব্যবহৃত মোবাইল নম্বরটি লিখে সাবমিট করলে নতুন Password সহ একটি এসএমএস আসবে।