Lub-rref (Bangladesh) Ltd. নিয়োগ

Lub-rref (Bangladesh) Ltd. নিয়োগ বিজ্ঞাপ্তি প্রকাশ করেছে। উক্ত বিজ্ঞপ্তিতে ড্রাভার পদে ২ জনকে নিয়োগের কথা উল্লেখ করেছে।

Lub-rref (Bangladesh) Ltd. নিয়োগ বিজ্ঞাপ্তি

নিয়োগকারী প্রতিষ্ঠানLub-rref (Bangladesh) Ltd
ক্যাটাগরি০১ (এক)
জব টাইটেলড্রাইভার
মোট নিয়োগ০২ (দুই)
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদন ফরম এর লিংকhttps://alljobs.teletalk.com.bd/bn/jobseeker/login/?next=/bn/jobs/job-apply/14612/
আবেদনপত্র শেষ সময়২৪শে অক্টোবর ২০২২
আবেদনকারীর বয়স৩০ থেকে ৪৫ বছর পর্যন্ত
বেতনআলোচনা সাপেক্ষে
জবের উৎসalljobs.teletalk.com.bd
জব লোকেশনচট্টগ্রাম
অভিজ্ঞতা৫ থেকে ৮ বছর
শিক্ষাগত যোগ্যতাএস এস সি ও এইচ এস সি
বেসরকারী চাকরি

চাকুরির দায়িত্ব:

১. যাত্রার পূর্বে গাড়ির তেল, মবিল, গ্যাস ও পানি চেক করতে হবে। না থাকলে পরিপূর্ণ করতে হবে।
২. গাড়ির প্রয়োজনীয় ডকুমেন্ট প্রতিনিয়ত পর্যবেক্ষন করা লাগবে। ড্রাইভিং লাইসেন্স, রোড পারমিট, ফিটসেন সার্টিফিকেট, ইন্সুরেন্স সহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট এর মেয়াদ শেষ হয়ে গেলে তা কমপক্ষে ১ মাসে পূর্বে সংশ্লিষ্ট বিভাগকে জানাতে হবে।
৩. নিয়মিত লগবুক ব্যবহার করতে হবে।
৪. গাড়ি পাঁচ হাজার কিলোমিটার চলার পর সার্ভিসিং করানোর জন্য সংশ্লিষ্ট বিভাগকে জানাতে হবে।
৫. কর্মকর্তা গাড়িতে ওঠার সময় গাড়ির দরজা খুলে দিতে হবে।

সরকারী বেসরকারী চাকুরী সম্পর্কে জানতে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *